দ্যা নিউ ভিশন

এপ্রিল ৭, ২০২৫ ০৫:৩৭

কোরীয় অভিনেত্রী জু বিয়ে করেছেন।

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করেছেন তরুণ কোরীয় অভিনেত্রী জু সে বিয়োক। গতকাল শনিবার সিউলে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, যার স্বামী শোবিজের কেউ নন। কোরীয় সংবাদমাধ্যম ওসেন জানিয়েছে, বিয়েতে নাম সাং জি, লিম না ইয়ংসহ অনেক তারকা উপস্থিত ছিলেন। নাম ও লিম বিয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, তবে জু সে বিয়োক এখনো আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর জানাননি। তিনি সদ্য মুক্তিপ্রাপ্ত কেড্রামা ‘আইরন ফ্যামিলি’-তে অভিনয় করেছেন এবং ‘মাই হ্যাপি এন্ডিং’, ‘আনপ্রেডিকটেবল ফ্যামিলি’, ‘এগেইন মাই লাইফ’ সহ বেশ কিছু সিরিজে কাজ করেছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী