দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:১২

সোহাগের ৪০ মৌলিক গানের প্রকল্প শুরু হয়েছে।

শিল্পী ও সংগীত পরিচালক গোলাম রাব্বী সোহাগ এবং সংগীত পরিচালক-গিটারিস্ট টিটু চাকলাদার যৌথভাবে একটি বড় সংগীত প্রকল্পের ঘোষণা দিয়েছেন। এতে দেশের প্রতিভাবান শিল্পীরা অংশ নেবেন, যেমন এলিটা করিম, পান্থ কানাই, তাসনিম অনিকা, অবন্তী সিঁথি, মাশা ইসলাম, মেজবা বাপ্পি, মুত্তাক হাসিব, পাবলো পিকাসো, আঁচল, কলকাতার অ্যাঙ্কিতা ভট্টাচার্য, রাহুল দত্ত, রূপক তেওয়ারি, কানাডার খালেদ আশরাফি, সুচিতা নাহিদসহ আরও অনেক। প্রকল্পে মোট ৪০টি গান প্রকাশের পরিকল্পনা রয়েছে, যার প্রথম ধাপে ১২টি গান ও ভিডিও নিজেদের ইউটিউব চ্যানেলে এবং স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন মিউজিকে প্রকাশ করা হবে। গোলাম রাব্বী সোহাগ জানান, তারা নতুন সংগীতের স্বাদ তুলে ধরতে চান, আর টিটু চাকলাদার বলেন, প্রতিটি গান একেক রকম, বেশির ভাগই নতুনদের জন্য তৈরি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট