দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১০:২৭

সমালোচনার সম্মুখীন সাদিয়া আয়মান।

একজন দেশের প্রথমসারির গণমাধ্যমকর্মী এবং অন্যজন উঠতি টিভি অভিনেত্রী। একজনের ক্যারিয়ার দুই যুগেরও বেশি সময়ের, অন্যজনের মাত্র পাঁচ বছর। বৃহস্পতিবার দুপুর থেকেই আলোচনায় রয়েছেন সাংবাদিক শফিক আল মামুন এবং টিভি অভিনেত্রী সাদিয়া আয়মান। এর কারণ, উঠতি এই নায়িকার একটি ফেসবুক স্ট্যাটাস।

 

স্ট্যাটাসে সাদিয়া অভিযোগ করেন, মাইক্রোফোন ঠিক করার সময় অনুমতি ছাড়া গোপনে তার ভিডিও ধারণ করেছেন শফিক আল মামুন। এই অভিযোগের এক ঘণ্টার মধ্যে তিনি আরেকটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি তৃপ্তির ঢেকুর তোলেন। তবে অভিযোগের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েন সাদিয়া। সাংবাদিকসহ অনেক শিল্পী তার এই আচরণকে ‘বাড়াবাড়ি’ বলে অভিহিত করেছেন। অনেকেই মনে করেন, বিষয়টি আলোচনা করে সমাধান করা সম্ভব ছিল।

 

একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার বুলবুল আহমেদ জয় তার ফেসবুক পেজে লেখেন, মুখে শিল্পী বললেও তার কর্মে তা প্রকাশ পায়নি। তিনি সরাসরি বলেন, নায়িকার অভিযোগটি একেবারেই ভিত্তিহীন।

 

অন্যদিকে, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আহমেদ তাওকীর প্রশ্ন তোলেন, নায়িকার অভিযোগের ভিত্তিতে সাংবাদিকের অফিস কীভাবে পদক্ষেপ নিতে পারে। তিনি জানান, সুষ্ঠ তদন্ত জরুরি ছিল। ডেইলি স্টারের সাংবাদিক ও গীতিকার জাহিদ আকবর লিখেছেন, বিষয়টি আলোচনা করে সমাধান করা যেত, কিন্তু তা ফেসবুকে চলে এসেছে।

 

আরেক সিনিয়র সাংবাদিক ও গীতিকার তানভীর তারেক তার দীর্ঘ লেখায় দীর্ঘদিনের সহকর্মীকে নিয়ে আলোচনা করেন এবং লেখার শেষে অভিশাপ দেন। অভিনয়শিল্পীরাও সাদিয়া আয়মানের আচরণ নিয়ে সোচ্চার হয়েছেন। অভিনেত্রী শ্রাবন্তী পুরো বিষয়টিকে দুর্ঘটনা মনে করেন এবং শফিক আল মামুনকে নিয়ে আলোচনা করে বিষয়টি সমাধান করার পরামর্শ দেন।

 

অভিনেতা মিশা সওদাগর মনে করেন, সাংবাদিক এবং শিল্পী পরস্পরের পরিপূরক। তিনি বলেন, ছোটখাটো ভুল-ত্রুটি সংশোধন করাই ভালো। চিত্রনায়ক জিয়াউর রোশান লেখেন, একজন শিল্পীর মন আকাশের মতো হওয়া উচিত এবং ছোট ইস্যুতে একজন সম্মানীয় সাংবাদিককে ছোট করা শোভন নয়।

 

এই পরিস্থিতিতে অন্তত আরও এক ডজন শিল্পী ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং মনে করেন, বিষয়টিকে বড় না করে আলোচনা করে সমাধান করা উচিত ছিল। সাদিয়া আয়মানের পাঁচ বছরের ক্যারিয়ারে যত নাম ও দ্যুতি এসেছে, তার চেয়ে বেশি আলোচনা ও সমালোচনা জন্ম দিয়েছে এই স্ট্যাটাস কাণ্ডে। সর্বত্র একই কথা শোনা যায়, ভিডিওটি গোপনে ধারণ করা হয়নি এবং তা আপত্তিকরও নয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট