দ্যা নিউ ভিশন

এপ্রিল ১২, ২০২৫ ১৪:২২

আজ ঢাকায় গান পরিবেশন করবে ‘জাল’।

আজ ঢাকায় অনুষ্ঠিত হবে ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্ট, যেখানে পারফর্ম করবে পাকিস্তানি জনপ্রিয় ব্যান্ড ‘জাল’ এবং ঢাকার তিন জনপ্রিয় ব্যান্ড—‘অর্থহীন’, ‘ভাইকিংস’ ও ‘কনক্লুশন’। কনসার্টটি পূর্বাচলের ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের পাশে অবস্থিত ঢাকা এরিনায় অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রে জানা গেছে, ইতিমধ্যে কনসার্টের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকেরা জানান, এই কনসার্টের মাধ্যমে এক যুগ পর ঢাকায় গাইবে ‘জাল’। বিশেষ এই দিনটিতে তারা তাদের প্রথম অ্যালবাম ‘আদাত’-এর ২০ বছর পূর্তিও উদ্‌যাপন করবে। এছাড়া, দীর্ঘ অসুস্থতার পর অর্থহীনের বেজিস্ট ও ভোকালিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন, যিনি ‘বেজবাবা’ সুমন নামে পরিচিত, এক বছর পর এই কনসার্ট দিয়েই মঞ্চে ফিরছেন। নব্বইয়ের আরেক জনপ্রিয় ব্যান্ড ‘ভাইকিংস’-ও এই কনসার্টে পারফর্ম করবে, যার বর্তমান ভোকালিস্ট তন্ময় তানসেন।

 

‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্টটি যৌথভাবে আয়োজন করেছে অ্যাসেন, জির্কোনিয়াম এবং রুটওভার এক্সপিরিয়েন্স।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী