দ্যা নিউ ভিশন

এপ্রিল ৬, ২০২৫ ১৬:৫৮

দুইটি গান নিয়ে হাজির অংকন।

চলতি প্রজন্মের সংগীতশিল্পী অংকন ইয়াসমিন বেশ কয়েকটি ফোক গানে ইতোমধ্যেই শ্রোতাদের মন জয় করেছেন। তবে সাম্প্রতিক দেশের সার্বিক পরিস্থিতির কারণে গত দুই-তিন মাসে কোনো নতুন গান প্রকাশ করেননি তিনি। এর মধ্যেই অংকন যুক্তরাষ্ট্র সফরে গেছেন, যা মাসখানেকের জন্য। সফর শেষে দেশে ফিরবেন তিনি।

 

তবে নতুন খবর হলো, প্রায় এক বছর পর অংকন দুটি নতুন মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। এর মধ্যে “রসিয়া নাগর আমার” শিরোনামের গানটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, যার সুর ও সংগীতায়োজন করেছেন এমএ রহমান। গানটি ভিডিওসহ এমআর বেস্ট মিডিয়া থেকে প্রকাশিত হয়েছে।

 

আগামীকাল এইচএম ভয়েজ থেকে আরও একটি নতুন গান প্রকাশিত হবে, যার শিরোনাম “তোমায় পাইবো কিনা জানি না”। গানটির কথা লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন ফিদেল নাঈম, এবং সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। শিজু খন্দকারের পরিচালনায় তৈরি গানটির মিউজিক ভিডিওতে অংকনের সঙ্গে মডেল হিসেবে ছিলেন আনান খান।

 

দুই গান নিয়ে ফেরা প্রসঙ্গে অংকন বলেন, “এক বছর পর মৌলিক দুটি গান নিয়ে সেপ্টেম্বর মাসে ফিরে আসছি, যা খুবই আনন্দের বিষয়। গান দুটো আগে থেকেই তৈরি ছিল, তবে বিভিন্ন কারণে প্রকাশ করতে পারিনি। ‘রসিয়া নাগর আমার’ ইতোমধ্যে অনেকের পছন্দ হয়েছে, আর ‘তোমায় পাইবো কিনা জানি না’ গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করি।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী