‘সা রে গা মা পা’র মাধ্যমে দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন গায়ক নোবেল। কিন্তু নানা বিতর্কিত কর্মকাণ্ড ও বিস্ফোরক মন্তব্যের কারণে তার সেই জনপ্রিয়তা হারিয়ে গেছে। এর ফলে তার ক্যারিয়ারও মুখ থুবড়ে পড়েছে। তবে সব বিতর্ক পেছনে ফেলে প্রায় ৪ বছর পর আবারও কাজে ফিরছেন নোবেল। তিনি স্বীকার করেছেন, তার সম্ভাবনাময় ক্যারিয়ারের এমন অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী তিনি নিজেই। তারকা খ্যাতি ও অর্থ দ্রুত পেয়ে যাওয়ায় তা তার ক্যারিয়ারে ক্ষতি করেছে। তিনি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, যা তার ভুল ছিল। ভবিষ্যতে এসব শুধরে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নোবেল বলেন, “আমার সব অভিযোগ নিজের ওপরেই। শ্রোতাদের ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারিনি। তারকাখ্যাতি এবং অর্থ একসঙ্গে পেয়ে পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম। যা মন চাইত, তাই করতাম, কোনো কাজকে গুরুত্ব দিতাম না। যাকে-তাকে অপমান করতাম, যা করা উচিত ছিল না। এখন উপলব্ধি করেছি, কাজ ছাড়া কেউ আমাকে মনে রাখেনি। শাস্তি পেয়েছি, এবার ভুলগুলো শুধরে সামনের দিকে এগোতে চাই।”