দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:১৮

“তোফাজ্জলের শেষ ভাত” নির্মিত হলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জলকে হত্যার ঘটনা নিয়ে নির্মিত হলো নাটক। নারকীয় এই হত্যার আগে তাঁকে শেষবারের মতো ভাত খেতে দেয় হত্যাকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘তোফাজ্জলের শেষ ভাত’, যা পরিচালনা করেছেন খলিলুর রহমান কচি। নাটকে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন ‘হা-শো’খ্যাত ইমরান। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। একজন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে হত্যার ঘটনায় তিনি পেশাগতভাবে কিছু করার তাগিদ অনুভব করেন। ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে এবং বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন গণপিটুনিতে নিহত হন। এই ঘটনায় অভিযুক্ত আট শিক্ষার্থীর মধ্যে ছয়জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট