দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৯:৪৯

মেহজাবীনের ‘সাবা’ বুসান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে।

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। তার জন্মদিন উপলক্ষে গত ফেব্রুয়ারিতে ‘সাবা’ সিনেমার পোস্টার উন্মোচন করা হয়, যা সিনেমার প্রচারণা শুরু করে। পোস্টারে এক নতুন মেহজাবীনকে দেখে দর্শকরা বিস্মিত হন।

সিনেমাটি ইতোমধ্যেই টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং সেখানে প্রশংসা অর্জন করেছে। এবার ‘সাবা’ অফিসিয়ালি সিলেকশন হয়েছে বুসান চলচ্চিত্র উৎসবের ‘এ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ ক্যাটাগরিতে। ভক্তদের খুশির খবরটি মেহজাবীন নিজেই জানিয়েছেন। এই ক্যাটাগরিতে ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর, ইরানসহ ২৮টি দেশের সিনেমার সঙ্গে ‘সাবা’কে প্রতিযোগিতা করতে হবে।

 

‘সাবা’ সিনেমার দৈর্ঘ্য ৯০ মিনিট এবং এটি মেহজাবীন চৌধুরীর প্রথম চলচ্চিত্র, যেখানে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটি নির্মাণ করেছেন মাকসুদ হোসেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট