দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ০২:৫৭

ফিফা ওয়ার্ল্ডকাপের ফেসবুক পেজে রাফার “আমি আকাশ পাঠাব” এর নতুন সংস্করণ হবে:

ফিফা ওয়ার্ল্ডকাপের ফেসবুক পেজে ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদোর একটি রিলস প্রকাশ করা হয়েছে, যেখানে রাফার জনপ্রিয় গান “আমি আকাশ পাঠাব” যুক্ত করা হয়েছে।

অ্যাভয়েড রাফা ব্যান্ড পেজটি শেয়ার করে লিখেছে, “আমাদের গান ফিফার চ্যানেলে! এটি বাংলাদেশি ব্যান্ডের জন্য গর্বের মুহূর্ত।” রিলসটি ‘পাবলিক’ নয়, বরং ‘কাস্টম’ হিসেবে পোস্ট করা হয়েছে, যার মানে বাংলাদেশসহ নির্দিষ্ট অঞ্চলের ব্যবহারকারীরা এটি দেখতে পারবেন। এর আগে ফিফা ওয়ার্ল্ডকাপ চিরকুটের “জাদুর শহর” গানটিও পোস্ট করেছিল।

রিলসটি শুনে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন, এবং এখন পর্যন্ত ৬৬ হাজারের বেশি প্রতিক্রিয়া, তিন হাজারের বেশি মন্তব্য ও সাড়ে ছয় হাজারবার শেয়ার হয়েছে। মোহাম্মদ মনির নামের একজন মন্তব্য করেছেন, “হুট করেই পেজটি চোখে পড়ে, গানটা শুনে খুব ভালো লাগল।”

 

শাফায়েত মনসুর রানার লেখা “আমি আকাশ পাঠাব” গানটি রাফা গেয়েছেন, যার সুর ও সংগীতায়োজনও রাফার। ২০১৫ সালে একই নামে একটি নাটকের জন্য গানটি তৈরি করা হয়েছিল, যা নির্মাণ করেছিলেন শাফায়েত মনসুর রানা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী