যুক্তরাষ্ট্রের প্রিমিয়াম কেবল ও স্যাটেলাইট টিভি নেটওয়ার্ক স্টারস-এ মুক্তি পেয়েছে বাংলাদেশের সিনেমা “এমআর-নাইন: ডু অর ডাই,” যা তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমাটি স্টারস-এর ওয়েবসাইটে দেখা শীর্ষ ১০ সিনেমার মধ্যে রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন আসিফ আকবার এবং এর দৈর্ঘ্য ১ ঘণ্টা ৪৮ মিনিট। দেখতে ৫.৯৯ ডলার খরচ করতে হবে।
প্রযোজক আবদুল আজিজ ফেসবুকে লেখেন, “এমআর-৯ এখন তালিকায় দুই নম্বরে। সিনেমাটির এই সাফল্য আমাদের জন্য আশীর্বাদের মতো।” তালিকার শীর্ষে রয়েছে হলিউড সিনেমা “দ্য মিনিস্ট্রি অব আনজেন্টলিম্যানলি ওয়ার্থফেয়ার” এবং তিনে রয়েছে “নাইট শিফট।”
গত বছর ২৫ আগস্ট সিনেমাটি বাংলাদেশের ১৮টি হলে মুক্তি পায়, এবং কানাডা ও যুক্তরাষ্ট্রের ১৫১টি সিনেমা হলে প্রদর্শিত হয়। আইএমডিবির তথ্য অনুযায়ী, সিনেমাটি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, রাশিয়া ও পাকিস্তানসহ ১০টিরও বেশি দেশে মুক্তি পায়। আবদুল আজিজ জানান, সিনেমাটি ২৬ সেপ্টেম্বর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পুনরায় মুক্তি পাচ্ছে।
৮৩ কোটি টাকা বাজেটে নির্মিত সিনেমাটি প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা চরিত্রের উপর ভিত্তি করে তৈরি। এতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন, সঙ্গে আরও রয়েছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, ফ্র্যাঙ্ক গ্রিলো ও অন্যান্য আন্তর্জাতিক শিল্পী।