দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:৩১

অলিভিয়া রদ্রিগোকে নিয়ে জেন–জেড প্রজন্মের উন্মাদনা

রুপালি রঙের টু-পিসে ঝলমলে আলো ছড়িয়ে মঞ্চে উঠলেন মার্কিন পপ তারকা অলিভিয়া রদ্রিগো। ‘ব্যাড আইডিয়া রাইট’, ‘ব্যালাড অব আ হোমস্কুলড গার্ল’ থেকে ‘ভ্যাম্পায়ার’—একটি একটি করে হিট গান পরিবেশন করে তিনি উন্মাদনা ছড়িয়ে দিলেন। কখনো গানের সুরে, কখনো গিটারের ঝংকারে শ্রোতাদের পুরোপুরি মুগ্ধ করলেন। ২১ বছর বয়সী এই তারকা শ্রোতাদের নাচতে, চিৎকার করতে এবং আনন্দে ভেসে যেতে বললেন, ‘তোমরা সবাই দাঁড়াও, নাচো, চিৎকার করো।’

 

নিজের ৯ বছরের ক্যারিয়ারে প্রথমবার দক্ষিণ কোরিয়ায় গান গাইলেন তিনি। শুক্রবার সিউলের জামসিল স্টেডিয়ামে ‘গাটস ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসেবে মঞ্চে ওঠেন।

 

তার পরিবেশনায় ছিল বৈচিত্র্য। ‘ড্রাইভারস লাইসেন্স’ গানে পিয়ানোর মায়াবী সুরে মাতালেন, আবার ‘টিনেজ ড্রিম’ পরিবেশনের সময় শৈশবের স্মৃতিময় ছবির ভিডিও দেখালেন। ‘সো আমেরিকান’ গানে গিটার হাতে তুলে নিলেন। তিনি মঞ্চ থেকে বলেন, ‘এটা কোরিয়ায় আমার প্রথম শো। তোমরা দারুণ একটি দেশে বাস করো, আমি দারুণ সময় কাটাচ্ছি।’

 

পরদিন শনিবারও একই স্টেডিয়ামে আরও একটি শো করেন তিনি। দুই দিনে ১৫ হাজারের বেশি শ্রোতা তাঁর গান শুনেছেন। অলিভিয়া রদ্রিগোর দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘গাটস’ প্রকাশিত হয়েছে এবং এই বছরের ২৩ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়া থেকে ‘গাটস ওয়ার্ল্ড ট্যুর’ শুরু করেন তিনি, যা আগামী বছরের মার্চে শেষ হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট