দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৫৬

নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হলেন গীতিকবি লতিফুল ইসলাম।

গীতিকার, কবি ও লেখক লতিফুল ইসলাম শিবলীকে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, আগামী দুই বছরের জন্য তাঁকে কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮-এর ধারা-৯ (২) অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে।

 

লতিফুল ইসলাম বলেন, “এই দায়িত্ব প্রাপ্তি আমার লেখক জীবনের জন্য একটি বড় সম্মান। আমি নজরুলের কাব্যচেতনাকে নিষ্ঠার সঙ্গে ছড়িয়ে দিতে এবং নজরুলচর্চার মাধ্যমে আমাদের মৌলিক বিশ্বাস ও জাতীয়তাবোধ উজ্জ্বল করতে সর্বোচ্চ চেষ্টা করব।” তিনি আরও বলেন, “লেখক হিসেবে আমি সারা জীবন বিদ্রোহী কবি নজরুলের মতো হতে চেয়েছি। আমার লেখালেখির মধ্যে যে দ্রোহ এবং সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস, সবকিছুরই মূল অনুপ্রেরণা কাজী নজরুল ইসলাম।”

 

গীতিকবি পরিচয়ের বাইরে লতিফুল ইসলাম একাধারে কবি, গায়ক, মডেল, ঔপন্যাসিক এবং অভিনেতা। তিনি নাটক ও চলচ্চিত্রের চিত্রনাট্যও লিখেছেন। নাট্যকার হিসেবে তাঁর প্রথম সাড়া জাগানো নাটক ‘তোমার চোখে দেখি’। এছাড়া নিজের লেখা নাটক ‘রাজকুমারী’তে মির্জা গালিবের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন।

 

নব্বইয়ের দশকজুড়ে তিনি ৪০০টির বেশি গান লিখেছেন। তাঁর রচিত জনপ্রিয় গানের মধ্যে রয়েছে আইয়ুব বাচ্চুর ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘মাকে বলিস’; জেমসের ‘জেল থেকে বলছি’, ‘প্রিয় আকাশী’, ‘বিবাগী’; তপন চৌধুরী ও শাকিলা জাফরের ‘তুমি আমার প্রথম সকাল’; মাইলসের ‘পলাশীর প্রান্তর’; এবং সোলসের ‘হাজার বর্ষারাত’।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট