দেশে এখনো সিনেমার শুটিং সেভাবে শুরু হয়নি, এবং গত দুই মাসে বেশ কয়েকটি সিনেমার মুক্তি পিছিয়েছে। শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ মুক্তির জন্য প্রস্তুত থাকলেও, এখনও তারিখ ঘোষণা করা সম্ভব হয়নি। একই সঙ্গে, আরও কয়েকটি সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে, তবে নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।
এমন পরিস্থিতিতে বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে ধরা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। বিশেষ করে, দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে গত দুই মাসে তেমন কোনো ছবি বা সিরিজ মুক্তি পায়নি। দেশের সামগ্রিক পরিস্থিতির কারণেই ওটিটিতে কনটেন্ট মুক্তির তারিখগুলোও পিছিয়ে গিয়েছিল। তবে বর্তমানে দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো আবারও চাঙ্গা হতে শুরু করেছে।
এরই ধারাবাহিকতায়, ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে চলতি বছরের অন্যতম বড় সিনেমা ‘তুফান’, যার প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। ছবিটি ভারতের ‘হইচই’ প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে।
এছাড়াও, রায়হান রাফি পরিচালিত আরেকটি ওয়েব কনটেন্ট ‘মায়া’ শিগগিরই বিঞ্জ প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে, যেখানে অভিনয় করেছেন মামুনুল, ইমন ও সারিকা। অন্যদিকে, পরীমনি অভিনীত ‘রঙিলা কিতাব’ সিরিজ অক্টোবরে হইচই-তে মুক্তি পাবে, যা পরিচালনা করেছেন অনম বিশ্বাস।
কুসুম শিকদার অভিনীত ও পরিচালিত সিনেমা ‘শরতের জবা’ও অক্টোবরে মুক্তির কথা রয়েছে, যা পরে আইফ্লিক্স প্ল্যাটফর্মে আসবে।
এছাড়া, বঙ্গ’র ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রতি মুক্তি পেয়েছে নাহিদ হাসনাত পরিচালিত থ্রিলার ড্রামা ‘এন্ড এনকাউন্টার’। বিঞ্জে ভিকি জাহেদ পরিচালিত তাসনিয়া ফারিণ ও সালহা খানম নাদিয়া অভিনীত শর্ট ওয়েব ফিল্ম ‘একটি খোলা জানালা’ও গত সপ্তাহে মুক্তি পেয়েছে।
এগুলোর বাইরেও দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আরও অন্তত ৬টি নতুন সিরিজ এবং একাধিক ওয়েব ফিল্ম মুক্তির অপেক্ষায় রয়েছে।