দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ০৪:৫২

চলে গেলেন দেওয়ান হাবিব।

চলে গেলেন সাপ্তাহিক বিনোদন বিচিত্রা পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য দেওয়ান হাবিবুর রহমান। তিনি গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই দেওয়ান সিদ্দিকুর রহমান পলাশ।

 

জানা গেছে, হাবিবুর রহমান ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। বাদ জুমা রাজধানীর সোবহানবাগ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

 

১৯৯৮ সাল থেকে বিনোদন বিচিত্রা পত্রিকা প্রকাশের পাশাপাশি নাটক প্রযোজনার সঙ্গেও জড়িত ছিলেন তিনি। সালমান শাহ ও শমী কায়সারকে নিয়ে করা অরুণ চৌধুরীর নাটকটির প্রযোজক ছিলেন দেওয়ান হাবিব। তার মৃত্যুতে সিনে সাংবাদিক ও নাটক-সিনেমার মানুষজন শোক প্রকাশ করেছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী