দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ১৪:২২

সব বাধা পেরিয়ে অবশেষে নভেম্বরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা ‘রং ঢং’।

আহসান সারোয়ার পরিচালিত সিনেমা ‘রং ঢং’ অবশেষে সব বাধা পেরিয়ে আগামী নভেম্বরে মুক্তি পেতে যাচ্ছে। সেন্সর বোর্ডে দীর্ঘদিন আটকে থাকার পর আপিল বিভাগের রায়ে গত বছর ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। প্রায় তিন বছর ধরে নির্মাণ কাজ শেষ হলেও মুক্তির অপেক্ষায় ছিল সিনেমাটি। উল্লেখযোগ্য যে, ছবির দুটি গান—‘বয়স ১৬তে প্রেম’ ও ‘অদ্ভুত প্রেম আমার’ সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর থেকেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

 

নির্মাতা আহসান সারোয়ার জানিয়েছেন, নানা প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে সিনেমাটি দর্শকদের সামনে আনতে পারা তার জন্য অত্যন্ত স্বস্তির বিষয়। তিনি আরও জানান, একটি সিনেমা মুক্তি না পাওয়া পর্যন্ত একজন পরিচালকের মানসিক অবস্থা বোঝা কঠিন। সেন্সর বোর্ডের জটিলতায় চিন্তিত থাকলেও, এখন ছবিটি নিয়ে তিনি আশাবাদী।

 

নভেম্বরে মুক্তির সুনির্দিষ্ট তারিখ শিগগিরই জানানো হবে। ছবিটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ, সেরা যামান, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, ডা. এজাজুল ইসলাম, শবনম পারভীন, প্রাণ রায়সহ আরও অনেকে। সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন ফুয়াদ নাসের বাবু, শামীম আলম বুলেট, পান্থ কানাই, রোমান্স, ও তাসনুভ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী