অভিনয়শিল্পী সংঘের বর্তমান কমিটির পদত্যাগের দাবি সম্প্রতি সরকার পতন আন্দোলনের মতো বৃদ্ধি পায়। “দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ” নামের ব্যানারে ৫ আগস্টের পর থেকে দেশের অর্ধশতাধিক অভিনয়শিল্পী এই দাবিতে সোচ্চার ছিলেন। অবশেষে, এই দাবির প্রেক্ষিতে সংঘ শান্তিপূর্ণ সমাধানের পথে অগ্রসর হলো। ১৮ সেপ্টেম্বর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে সংঘের বর্তমান কমিটি সাধারণ সভার আয়োজন করে, যেখানে সদস্যদের সংস্কারের দাবি বিবেচনায় বর্তমান কমিটিকে যেকোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রেখে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠন করা হয়।
নতুন চার মাস মেয়াদী এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন তারিক আনাম খান। এ তথ্য নিশ্চিত করেছেন সংঘের সদস্যরা।
শিল্পী সংঘের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যারা আওয়ামী লীগ সরকারের সমর্থক, তাদের পদত্যাগের দাবি উঠলেও কেউ পদত্যাগ করছেন না। এ প্রসঙ্গে সংঘের নির্বাচিত সভাপতি আহসান হাবীব নাসিম জানান, “সবার কথা শুনে শ্রদ্ধেয় তারিক আনাম খানকে প্রধান করে ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ গঠন করা হয়েছে। তিনি আগামী চার মাস শিল্পীদের নিয়ে সংস্কারের কাজ করবেন এবং পরে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।”
তিনি আরও বলেন, ২১ সদস্যবিশিষ্ট কমিটির কেউ পদত্যাগ না করলেও এই চার মাস তারা দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন, তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু কমিটির প্রধান তারিক আনাম খানকেই থাকবে।
জানা গেছে, ১৯ সেপ্টেম্বর থেকে অন্তর্বর্তী সংস্কার কমিটির দায়িত্ব পালন শুরু করবেন তারিক আনাম খান, তবে তার সাথে কমিটিতে আরও চারজন থাকবেন, কিন্তু তাদের নাম এখনও জানানো হয়নি।