সালমান শাহ ও শাবনূরের জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘তুমি আমার’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, এবং ‘আনন্দ অশ্রু’। এই তারকা জুটি একসঙ্গে ১৪টি সিনেমায় অভিনয় করেছেন। সালমান শাহর সঙ্গে শাবনূরের প্রেমের গুঞ্জন সেই সময়ে বেশ চাউর হয়েছিল।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সালমান শাহের ৫৩তম জন্মদিন উপলক্ষে শাবনূর তার ফেসবুক পেজে স্মরণীয় পোস্ট দিয়েছেন। শাবনূর লেখেন, “বাংলা চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম, এক ইতিহাসের নাম। প্রিয় এই নক্ষত্র এখনো আমাদের সবার হৃদয়ে, ভাবনায়, অনুভবে বেঁচে আছে, বেঁচে থাকবে চিরকাল।” তিনি আরও লেখেন, “জন্মদিনে পরম শ্রদ্ধা ও ভালোবাসায় তোমাকে স্মরণ করছি। আল্লাহপাক তোমাকে জান্নাতবাসী করুন।”
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবী ছাড়েন। তার অভিষেক সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছিল। এরপর মৌসুমীর সঙ্গে আরও দুটি সিনেমা ‘স্নেহ’ এবং ‘অন্তরে অন্তরে’তে অভিনয় করেন।
শাবনূরের সঙ্গে সালমান শাহ সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করেছেন, যেটি এখনো সিনেমার অন্যতম সেরা জুটি হিসেবে পরিচিত। এছাড়া, সালমান শাহ শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী, শ্যামা, সোনিয়া, বৃষ্টি, সাবরিনা, এবং কাঞ্চি-এর সঙ্গেও অভিনয় করেছেন।
তার জীবদ্দশায় সফল সিনেমাগুলোর মধ্যে ছিল ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘স্নেহ’, ‘প্রেম যুদ্ধ’, ‘কন্যাদান’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আঞ্জুমান’, ‘মহামিলন’, ‘আশা ভালোবাসা’, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘প্রিয়জন’, ‘তোমাকে চাই’ এবং ‘স্বপ্নের পৃথিবী’।
সালমান শাহ মৃত্যুর পর তার সিনেমাগুলোর মধ্যে ‘সত্যের মৃত্যু নেই’, ‘জীবন সংসার’, ‘মায়ের অধিকার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’, এবং ‘বুকের ভিতর আগুন’ দর্শকের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘বুকের ভিতর আগুন’, যা ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর মুক্তি পায়।