দ্যা নিউ ভিশন

এপ্রিল ৯, ২০২৫ ২২:০২

মধুমিতা গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন।

টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার দুর্ঘটনার শিকার হয়েছেন। অভিনেত্রী নিজেই একটি ফেসবুক লাইভে এই তথ্য জানিয়েছেন। আনন্দবাজারের প্রতিবেদনের অনুযায়ী, রোববার কলকাতার নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে পূজা দিতে যাওয়ার সময় মধুমিতাকে বহনকারী গাড়িটিকে একটি লরি ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় তার গাড়িটি ভেঙে গেলেও, সৌভাগ্যবশত, তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

 

ফেসবুক লাইভে মধুমিতা বলেন, “ভূতনাথ মন্দিরে পূজা দিতে যাওয়ার সময় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আমি ড্রাইভারের পিছনের সিটে বসেছিলাম, তখন একটি লরি আমার গাড়িতে জোরে ধাক্কা মারে। পরিস্থিতি খারাপ হতে পারত, তবে ভাগ্যক্রমে তা হয়নি। আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি।”

 

অভিনেত্রী জানিয়েছেন যে দুর্ঘটনার পরেও তিনি মন্দিরে পূজা দিয়েছেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন তার সঙ্গে থাকার জন্য। ছোটবেলা থেকেই শিবের ভক্ত মধুমিতা নিয়মিত শিব মন্দিরে পূজা দিয়ে থাকেন, এর আগেও তিনি বৈদ্যনাথ মন্দিরে গিয়ে পূজা করেছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী