দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ০৪:৫১

এবার বাস্তবে গ্রেপ্তার ‘বাকের ভাই’, তোলা হবে আদালতে

জনপ্রিয় নাটক ‘কোথাও কেউ নেই’-এর ঐতিহাসিক চরিত্র ‘বাকের ভাই’ হিসেবে পরিচিত সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, তাকে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) তাকে আদালতে তোলা হবে এবং রিমান্ডের আবেদন করা হতে পারে।

 

আসাদুজ্জামান নূর শুধু নাট্য অভিনেতা নয়, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং দীর্ঘদিনের জনপ্রতিনিধি হিসেবে পরিচিত। ২০০১ সালে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৪ সালের নির্বাচনের পর সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২৪ সাল পর্যন্ত নীলফামারী-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।

 

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছাড়েন। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের ২৭ জন মন্ত্রী, সংসদ সদস্য ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে এবার যুক্ত হলেন ‘বাকের ভাই’ খ্যাত আসাদুজ্জামান নূর।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী