দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৩০

জাল ও অর্থহীনের সঙ্গে গাইবে ভাইকিংসও।

২৭ সেপ্টেম্বর ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্টে পারফর্ম করবে নব্বইয়ের জনপ্রিয় ব্যান্ড ভাইকিংস। রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায় অনুষ্ঠিতব্য এই কনসার্টে পাকিস্তানি ব্যান্ড জাল ও বাংলাদেশের আরেক ব্যান্ড অর্থহীনের পারফরম্যান্সের কথা আগেই জানানো হয়েছিল। এবার কনসার্টে ভাইকিংসের যোগ দেওয়ার খবর নিশ্চিত করা হলো।

কনসার্টটির আয়োজন করছে অ্যাসেন, জিরকোনিয়াম, ইন অ্যাফিলিয়েশন উইথ রুটওভার এক্সপেরিয়েন্স। গতকাল অ্যাসনের ফেসবুক পেজে ভাইকিংসের পারফরম্যান্সের বিষয়টি ঘোষণা করা হয়। ১৯৯৭ সালে গঠিত হয়ে ১৯৯৯ সালে একটি ‘স্টার সার্চ’ প্রতিযোগিতায় সেরা ব্যান্ড হিসেবে পরিচিতি পায় ভাইকিংস। ২৭ বছরের পথচলায় তারা ‘অপেক্ষা’, ‘অপেক্ষা ২’, ‘ঈশ্বর’, ‘যদি’, ‘ভয়’ ও ‘জীবনের কোলাহল’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছে।

এই কনসার্ট দিয়েই এক বছরের বেশি সময় পর আবার কনসার্টে দেখা যাবে অর্থহীনকে। এর আগে, ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর ঢাকায় ‘দ্য আলটিমেট রক ফেস্ট ২০২৩’-এ তারা শেষবারের মতো পারফর্ম করেছিল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট