দ্যা নিউ ভিশন

এপ্রিল ১৭, ২০২৫ ০৯:১৪

“স্কুইড গেম” এর গল্প নকল, অভিযোগ করেছেন বলিউড নির্মাতা!

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’ এর বিরুদ্ধে নকলের অভিযোগ তুলেছেন ভারতীয় নির্মাতা সোহম শাহ। তিনি সম্প্রতি আইডিয়া চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা করেছেন। তবে প্ল্যাটফর্মটি এক বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করেছে।

 

২০০৯ সালে মুক্তি পেয়েছিল সোহম শাহের সিনেমা ‘লাক’। অপরদিকে, ২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’ ব্যাপক সাফল্য অর্জন করে। চলতি বছরই সিরিজটির দ্বিতীয় মৌসুম মুক্তি পাবে। সোহম শাহ দাবি করেছেন, ‘স্কুইড গেম’ মূলত তার ‘লাক’ সিনেমার নকল। নেটফ্লিক্স কর্তৃপক্ষ তার এই দাবি খারিজ করে দিয়েছে এবং জানিয়েছে, ‘স্কুইড গেম’ হোয়াং ডং হিউক দ্বারা নির্মিত এবং তিনি এটির স্ক্রিপ্ট লিখেছেন।

 

অন্যদিকে, সোহম শাহ দাবি করেছেন যে, তিনি ২০০৬ সালের কাছাকাছি সময়ে তার গল্প লিখেছিলেন এবং ২০০৯ সালের জুলাই মাসে সিনেমাটি ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পেয়েছিল। তিনি সন্দেহ করছেন যে, হোয়াং ডং হিউক ২০০৯ সালে ‘স্কুইড গেম’ এর গল্প লিখেছিলেন এবং এক যুগ পর তা মুক্তি পেয়েছে। সোহম শাহ মনে করছেন, হোয়াং তার ‘লাক’ সিনেমা দেখে ‘স্কুইড গেম’ তৈরি করেছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী