জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর জন্য ১৩ সদস্যের জুরি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বোর্ডের গঠন ঘোষণা করেছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করে গঠিত এই বোর্ডে স্থান পেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এবং প্রখ্যাত সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। ন্যান্সি বলেছেন, তিনি এই দায়িত্বে ভীষণ সম্মানিত বোধ করছেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন। জুরি বোর্ডের অন্য সদস্যদের মধ্যে আছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী অপি করিম। বোর্ডটি নীতিমালা অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তাদের সুপারিশ প্রতিবেদন দাখিল করবে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।