দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৩১

“অভিনেত্রীর নগ্নদেহ প্রদর্শন সাহসিকতা নয়”

বিশ্বব্যাপী জনপ্রিয় হলিউডের প্রভাবশালী অভিনেত্রী কেট উইন্সলেট, যিনি ‘টাইটানিক’ সিনেমার জন্য পরিচিত। পর্দায় তাকে দেখার জন্য বিশ্বজুড়ে অনেক ভক্ত অপেক্ষায় থাকেন। সম্প্রতি, তিনি ‘লি মিলার’ চরিত্রে অভিনয় করেছেন। ‘লি’ ছিলেন একজন আলোকচিত্রী এবং যুদ্ধকালীন সময়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, পাশাপাশি তিনি ছিলেন একটি শক্তিশালী কণ্ঠস্বর।

 

নিজের আসন্ন সিনেমা ‘লি’ ও অন্যান্য বিষয় নিয়ে এক সাক্ষাৎকারে কেট উইন্সলেট জানিয়েছেন, নগ্নদেহ প্রদর্শন করা বা মেকআপ ছাড়া ক্যামেরার সামনে দাঁড়ানো কোনো সাহসিকতা নয়। তার মতে, অভিনেত্রীর কাজ হলো চরিত্রকে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা। ভ্যারাইটির প্রতিবেদনে কেট বলেন, ‘আমি শুটিংয়ের সময় একটি বেঞ্চে বসে ছিলাম। এ সময় ক্রুদের একজন বলেছিলেন, সোজা হয়ে বসলে আমার শরীর আরো আকর্ষণীয় দেখাবে।’ কেট মনে করেন, এ ধরনের আকর্ষণীয়তার প্রয়োজন নেই।

 

তিনি বলেন, ‘মেকআপ ছাড়াই ক্যামেরার সামনে দাঁড়ানো স্বাভাবিক। অনেকে রিঙ্কেল নিয়ে কথা বলে, কিন্তু আমি আমার মতোই থাকতে পছন্দ করি। এতে সাহসিকতার কিছু নেই। আমি যত বছর পার করছি, ততই নিজেকে নিয়ে আরো সাবলীল অনুভব করছি।’

 

কেট উইন্সলেট তার অভিনয়ের জন্য বিখ্যাত, এবং তিনি চরিত্রকে ফুটিয়ে তোলার ওপর গুরুত্ব দেন। তার মতে, অভিনয়ের মাধ্যমে চরিত্র ফুটিয়ে তোলা ছাড়া ভালো অভিনয় সম্ভব নয়। কেট বলেন, ‘ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ চরিত্রটিকে ফুটিয়ে তোলা। এটা মেকআপ বা নো মেকআপ দিয়ে সম্ভব নয়; অভিনয়ের মাধ্যমেই তা করা হয়। তাই অন্যান্য বিষয়কে গুরুত্ব না দিয়ে অভিনয়েই মনোযোগ দেওয়া উচিত।’

 

কেট উইন্সলেট সর্বশেষ ২০২২ সালে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ সিনেমার দ্বিতীয় কিস্তিতে দেখা গিয়েছিলেন। তার পরবর্তীকালী সিনেমা ‘লি’ ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট