দ্যা নিউ ভিশন

এপ্রিল ১২, ২০২৫ ১১:১৮

মাঝরাতে হিরো আলমের বাসায় হামলা, থানায় জিডি দায়ের করলেন তিনি

রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে তিনি এই ডায়েরি করেন। তাঁর দাবি, বুধবার দিবাগত রাতে আনুমানিক ২টার দিকে কয়েকজন ব্যক্তি তাঁর বাসার দরজায় আঘাত করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। হিরো আলম বুধবার বগুড়া থেকে ঢাকা ফিরে আসেন। ঢাকায় ফিরে তিনি সাংবাদিকদের জানান, তিনি রাজনীতিতে আর থাকতে চান না। তবে, মধ্যরাতে তাঁর বাসায় হামলা করে বেশ কয়েকজন যুবক। তিনি বলেন, “রাজনীতি করতে গিয়ে অনেকবার প্রতিপক্ষের হামলার শিকার হয়েছি। এখন বুঝতে পারছি না, কে বা কারা হামলা করেছে।” পুলিশ আশ্বাস দিয়েছে যে তারা সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করবে।

 

গত ৮ সেপ্টেম্বর, বগুড়া আদালত চত্বরে হামলার শিকার হন হিরো আলম। মামলার জন্য আদালতে গিয়ে তার ওপর হামলা চালানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে কয়েকজন যুবক তাকে পেটায়। তবে হামলাকারীরা বিএনপির সমর্থক কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হিরো আলম বলেন, “আমাকে হত্যার উদ্দেশে হামলা করা হয়েছে। ফুটেজ দেখে মামলা করব।”

 

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় মারধর এবং ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে কারচুপির অভিযোগে তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে গিয়েছিলেন। সম্প্রতি, তিনি রাজনৈতিক দলের পরিবর্তে নিজে নতুন দল গঠনের পরিকল্পনা প্রকাশ করেছিলেন, কিন্তু এখন রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী