দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:৫৬

“রেকর্ড সৃষ্টি করতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সুইফট”

টেলর সুইফট যখন কোনো পুরস্কারে মনোনীত হন, তখন নতুন রেকর্ড গড়ার আশা তৈরি হয়—এবারও তাই হলো। গত রাতে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) টেলর সুইফট নতুন রেকর্ড গড়েছেন। নিউইয়র্কের ইউবিএস এরিনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি সর্বোচ্চ সাতটি পুরস্কার জিতেছেন। এর ফলে তাঁর মোট এমটিভি অ্যাওয়ার্ডের সংখ্যা ৩০টি হয়ে গেল, যা বিয়ন্সের পূর্ববর্তী রেকর্ড ২৭টিকে ছাড়িয়ে গেছে।

 

এবারের ভিএমএতে সুইফট জিতেছেন ভিডিও অব দ্য ইয়ার, আর্টিস্ট অব দ্য ইয়ার, বেস্ট কোলাবেরেশন, বেস্ট পপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার। অপরদিকে, সাবরিনা কার্পেন্টার তাঁর গান ‘এক্সপ্রেসো’ দিয়ে সং অব দ্য ইয়ারের পুরস্কার লাভ করেছেন।

 

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের বিতর্ক অনুষ্ঠিত হয় মঙ্গলবার রাতে। বিতর্ক শেষে সুইফট ইনস্টাগ্রামে কমলা হ্যারিসকে সমর্থন জানানোর ঘোষণা দেন এবং তাঁর ভক্তদের ভোট দেওয়ার আহ্বান জানান। সুইফট তাঁর অর্জনের জন্য ভক্তদের এবং প্রেমিক ট্রাভিস কেলসিকে ধন্যবাদ জানান।

 

এবারের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা নবাগত শিল্পী হয়েছেন চ্যাপেল রোয়ান, সেরা হিপহপ শিল্পী এমিনেম, এবং সেরা কে-পপ শিল্পী লিসা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন র‍্যাপার মেগান থি স্ট্যালিয়ান এবং পারফরম্যান্সে অংশগ্রহণ করেছেন এমিনেম, লিসা, শন মেন্ডেস, সাবরিনা কার্পেন্টার, কেটি পেরি, মেগান থি স্ট্যালিয়ান, কামিলা কাবেলো প্রমুখ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট