দ্যা নিউ ভিশন

এপ্রিল ১২, ২০২৫ ১১:০৪

“অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করি,” বাবাকে বলেছিলেন অমিতাভ।

অমিতাভ বচ্চনের সঞ্চালনা শুরু হওয়ার পর ‘কৌন বনেগা ক্রোড়পতি’ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং ভারতের ছোট পর্দার অন্যতম আলোচিত কুইজ শো হয়ে উঠেছে। এর প্রধান কারণ হল প্রতিযোগীদের সঙ্গে অমিতাভের আলাপচারিতা এবং স্মৃতিচারণা। সম্প্রতি, শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে ‘বিগ বি’ জানিয়েছেন, একসময় তিনি টানা ২৩ ঘণ্টা কাজ করেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

 

‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৬তম মৌসুম সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। সম্প্রতি, অনুষ্ঠানে গুজরাটের গৃহবধূ সুমিত্রা দীনেশের আগমন ঘটে। কথোপকথনের সময় সুমিত্রা জানান, তাঁর স্বামী তেমন সিনেমা দেখতে যান না। পরে, ওই ব্যক্তি জানান, তাঁর মাথার ওপর ১৬ লাখ রুপির হোম লোন রয়েছে, তাই তিনি ১৩-১৪ ঘণ্টা কাজ করেন। এ কথা শুনে অমিতাভ নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা শেয়ার করেন।

 

অমিতাভ বলেন, “যখন আমি বলিউডে আসি, তখন তিন শিফটে কাজ করতাম: সকাল ৭টা থেকে দুপুর ২টা, তারপর দুপুর ২টা থেকে রাত ১০টা এবং রাত ১০টা থেকে সকাল ৬টা। এক ঘণ্টা বিশ্রামের পর আবার কাজে ফিরতাম। একদিন বাবা এসে বললেন, আমি কেন তাঁদের সঙ্গে সময় কাটাচ্ছি না। আমি বললাম, টাকা অনেক কষ্ট করে উপার্জন করি।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী