বৈষম্যবিরোধী আন্দোলন আগস্টে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিলে, শেখ হাসিনা ৫ আগস্ট দেশ ত্যাগ করেন। এর পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা হিসেবে যুক্ত হন।
এদিকে, নাহিদ ইসলামের বসবাস ঢাকার খিলগাঁও দক্ষিণ বনশ্রীতে, যা মডেল-অভিনেত্রী নায়লা নাঈমের বাসার কাছাকাছি। নাহিদ ইসলামের বাড়তি নিরাপত্তার কারণে নায়লা নাঈম সমস্যায় পড়েছেন। এ বিষয়ে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, ‘আমি এখন আরেক প্যারায় আছি। সমন্বয়ক নাহিদ ইসলামের বাড়ির কাছে হওয়ায়, তার অতিরিক্ত নিরাপত্তার জন্য রাস্তায় জ্যাম লেগে থাকে। বাসায় ঢোকা বা বাহির হওয়া দুটোই সমস্যার সৃষ্টি করছে। দুই বেলা জ্যাম খাচ্ছি।’
নায়লা নাঈম বলেন, ‘এটা আমি মজা করে লিখেছি। মূলত, আমাদের বাড়ির সামনের রাস্তা খানা-খন্দে ভরা, যার কারণে পানি জমে যায় এবং যানজট সৃষ্টি হয়। নিরাপত্তার জন্য উপদেষ্টাকে অতিরিক্ত সুরক্ষা দেওয়া স্বাভাবিক, এতে আমাদের কোনো সমস্যা নেই। শুধু রাস্তার অবস্থা উন্নত হলে এই সমস্যার সমাধান হবে।’
মডেলিং ও অভিনয় থেকে দূরে থাকার বিষয়ে নায়লা নাঈম বলেন, ‘বর্তমানে আমি পরিবার নিয়ে ব্যস্ত। কিছুদিন আগে বাবা স্ট্রোক করেছেন এবং ভাই বিদেশে থাকেন, তাই বাসার সব দায়িত্ব এখন আমার উপর। পরিবারের সঙ্গেই সময় কাটানোর কারণে আপাতত অন্য কোনো কাজ করার সুযোগ নেই।’