দ্যা নিউ ভিশন

এপ্রিল ১২, ২০২৫ ১১:০৯

“সালমান এবং রাশমিকার সঙ্গে কাজল”

সালমান খানের সঙ্গে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সম্পর্ক অনেক পুরনো। বলিউডে যাঁদের সালমানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ধরা হয়, সাজিদ তাঁদের মধ্যে অন্যতম। ‘জুড়ুয়া’, ‘হার দিল জো পেয়ার করেগা’, ‘মুঝসে শাদি করোগি’, ‘কিক’সহ বেশ কয়েকটি সিনেমা সালমানকে নিয়ে সাজিদ বানিয়েছেন। এই দুই বন্ধু এখন নতুন সিনেমা নিয়ে আসছেন। ‘সিকান্দার’ নামে সিনেমাটির ঘোষণা এ বছরের শুরুতে দেওয়া হয়, যেখানে সালমানের সঙ্গী হিসেবে থাকবেন রাশমিকা মান্দানা। পরে জানানো হয়, সত্যরাজ ও প্রতীক বাব্বরও সিকান্দারের গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন।

 

সম্প্রতি ফিল্মফেয়ার জানিয়েছে, সিকান্দারে সালমান ও রাশমিকার সঙ্গে যোগ দেবেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। তবে তাঁর চরিত্রের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। কাজল আগারওয়াল এর আগে ‘সিংহাম’ ও ‘স্পেশাল ২৬’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।

 

মাসখানেক আগে মুম্বাইয়ে সিকান্দারের শুটিং শুরু হয়েছে। পিঙ্কভিলার তথ্যমতে, সালমান সিনেমার অ্যাকশন দৃশ্যের জন্য ৪৫ দিনের শিডিউল দিয়েছেন। মুম্বাইয়ের একটি প্রত্যন্ত এলাকায় ১৫ কোটি রুপি খরচ করে সেট নির্মাণ করা হয়েছে। সালমান-সাজিদের একসঙ্গে করা কাজের মধ্যে সিকান্দারের বাজেটই সর্বোচ্চ। কিছুদিন আগে শুটিংয়ের সময় সালমান পাঁজরে চোট পেয়েছিলেন, তবু তিনি শুটিং চালিয়ে যাচ্ছেন। মুম্বাই পর্ব শেষ হলে ইউনিট হায়দরাবাদে যাবে এবং সেখানেও কাজ করবেন।

 

‘সিকান্দার’-এ সালমানকে দ্বৈত চরিত্রে দেখা যাবে—একটি চরিত্র সফল ব্যবসায়ী, যিনি জনহিতকর কর্মকাণ্ডের জন্য পরিচিত, এবং অন্য চরিত্র একজন পুলিশ কর্মকর্তা। এটি পরিচালনা করছেন এ আর মুরুগাদোস এবং সিনেমাটি ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী