দ্যা নিউ ভিশন

এপ্রিল ১২, ২০২৫ ১১:০৪

হুমায়রা হিমুর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা গেছে।

অভিনেত্রী হুমায়রা হিমু আত্মহত্যা করেছেন, এবং তার মৃত্যুর পেছনে তার কথিত বয়ফ্রেন্ড মোহাম্মদ জিয়াউদ্দিন, যিনি উরফি জিয়া নামে পরিচিত (৩৬), দায়ী বলে অভিযোগ করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা চার্জশিটে তাকে অভিযুক্ত করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন এই চার্জশিট দাখিল করেছেন।

 

চার্জশিটে বলা হয়েছে, হুমায়রা হিমু উত্তরার একটি ফ্ল্যাটে একা বাস করতেন। তার বিয়ের পর বিচ্ছেদ হয়ে যায়। ওই ফ্ল্যাটে তার সাথে থাকতেন মেকআপম্যান ও আর্টিস্ট কবির আহমেদ মিহির।

 

২০১৪ সালে হিমুর খালাতো বোনের সঙ্গে রুফির বিয়ে হয়, যা পারিবারিক সমস্যার কারণে বিচ্ছেদ ঘটে। এই পারিবারিক সম্পর্কের সূত্রে হিমুর সাথে রুফির পরিচয় হয়।

 

চার্জশিটে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, হিমু আত্মহত্যার পর মিহির ও রুফি তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর রুফি হাসপাতালে মরদেহ রেখে হিমুর দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান।

 

প্রসঙ্গত, ২০০৫ সালে ছোটপর্দায় অভিনয়ে আসেন হিমু এবং দ্রুত জনপ্রিয়তা লাভ করেন। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, এবং ‘গুলশান এভিনিউ’। ২০১১ সালে তিনি চলচ্চিত্রে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমায় অভিনয় করেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী