দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ২৩:১৪

ফারিণ ভারতীয় সিনেমায় অভিনয় করছেন না, তার কারণ হলো…

কিছুদিন আগে অভিনেত্রী তাসনিয়া ফারিণ সুসংবাদ দিয়েছিলেন যে তিনি টালিউড সুপারস্টার দেবের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। তবে এখন তিনি সেই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন। সংবাদমাধ্যমকে ফারিণ নিজেই জানিয়েছেন এই সিদ্ধান্তের কথা।

তিনি বলেন, নানা অনিশ্চয়তার কারণে তিনি সিনেমাটি থেকে বের হয়ে এসেছেন। রবিবার রাতে ছবির প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে এই সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত সিনেমার শুটিংও হচ্ছে না।

সিনেমার শুটিং শুরু হওয়ার নির্ধারিত নভেম্বর মাসে যদি শুরু না হয়, তবে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। এছাড়া বাংলাদেশ থেকে ভারতের ভিসা জটিলতা তৈরি হওয়ায় ভিসা পেতে সময় লাগছে। ফলে সঠিক সময়ে ভিসা পাওয়া না গেলে শুটিং সমস্যা হয়ে যাবে।

ফারিণ এর আগে টালিউডে ‘আরো এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করেছেন, যেখানে তার সঙ্গে অতনু ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, এবং সাহেব ভট্টাচার্যকে দেখা গিয়েছিল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী