পাকিস্তানের বিখ্যাত ব্যান্ডদল ‘জাল’, যা তার স্বতন্ত্র ঘরানা এবং অনন্য সুরের বৈচিত্র্যের জন্য পরিচিত, এবার বাংলাদেশের সুরপ্রেমীদের মাতাতে আসছে। এই ব্যান্ডটি প্রথমবারের মতো বাংলাদেশে তাদের সফরের অংশ হিসেবে ২৭ সেপ্টেম্বর রাত ৮টায় রাজধানীর ৩০০ ফিটের পূর্বাঞ্চলের এরিনায় একটি লাইভ কনসার্ট করবে।
এসাইন ও ডিজিটাল ইকোনমিক ডেভেলপমেন্ট ফোরাম (ডিইডিএফ) আয়োজিত এই কনসার্টে সহযোগিতায় আছে পাকিস্তান হাইকমিশন। সম্প্রতি চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন এসাইন এর সিইও আনন্দ, মোহাম্মদ জাভেদ, ডিইডিএফ চেয়ারম্যান মজিবুর রহমান শ্যামল এবং পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তারা।