দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৩৯

ক্যাম্পাসে কাওয়ালী সন্ধ্যায় শিক্ষার্থীদের ভিড় জমে উঠেছে।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র বদলে যেতে থাকে, যা আগে কেউ কল্পনাও করেনি। উচ্ছ্বাসের ঢেউ বয়ে যাচ্ছে, এবং ছাত্র-জনতার সম্মিলিত আয়োজনে চলছে কাওয়ালী উৎসব। কাওয়ালী সন্ধ্যায় শিক্ষার্থীদের ঢল নামছে।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ স্মরণ ও আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে দ্রোহের গান এবং কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়। আরবি বিভাগের শিক্ষার্থী জায়িদ হাসান জোহারের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। ঢাকা থেকে আগত ওস্তাদ জুলকারনাইন কাওয়াল ও তারেক রহমান কাওয়ালের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গান পরিবেশন করেন।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘জুলাই বিপ্লব-২০২৪’ এর শহীদদের স্মরণে বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ ‘মেহফিল-ই ইনকলাব’ ব্যানারে সাংস্কৃতিক ও কাওয়ালি সন্ধ্যার আয়োজন করে।

 

৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সেলিম আল-দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়, যেখানে ঢাকার ‘ওয়ান এম্পায়ার’ টিম দর্শকদের মাতিয়ে রাখে। কাওয়ালি গান, বিপ্লবী গান, নজরুল সংগীত, ও নাতে রাসূলসহ বিভিন্ন ধরনের আবৃত্তিতে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান। সন্ধ্যা ৭ টায় শুরু হয়ে রাত ১০ টায় শেষ হয়। দীর্ঘদিন পর জাবি মুক্তমঞ্চে এ আয়োজনের কারণে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষণীয় ছিল। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক কামরুল আহাসান, প্রশাসনিক কর্মকর্তাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট