দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৪৭

“জালের সঙ্গে ফিরে আসছে অর্থহীনতা”

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জাল তাদের প্রথম অ্যালবাম ‘আদাত’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে ২৭ সেপ্টেম্বর ঢাকায় একটি কনসার্ট আয়োজন করবে। ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের এই কনসার্টে জাল ব্যান্ডের সঙ্গে পারফর্ম করবে বাংলাদেশের ব্যান্ড অর্থহীন, যারা দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চে ফিরছে। অর্থহীনের দলনেতা ও ভোকাল সাইদুস সালেহীন সুমন, যিনি বেজবাবা সুমন নামে পরিচিত, ক্যানসার ও অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণে বেশ কিছুদিন মঞ্চে অনুপস্থিত ছিলেন। বর্তমানে সুমন সুস্থ হলেও নিয়মিত চেকআপ ও চিকিৎসার কারণে হাসপাতালে থাকতে হচ্ছে।

 

কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে গেট সেট রকের ওয়েবসাইটে, এবং টিকিটের দাম রাখা হয়েছে ৩ হাজার ৫০ টাকা। কনসার্টের আয়োজন করছে অ্যাসেন বাজ, গেট সেট রক ও জিরকোনিয়াম। গেট খোলা হবে বিকেল ৫টায় এবং অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়।

 

জাল এই কনসার্টে তাদের প্রথম অ্যালবাম ‘আদাত’-এর ২০ বছর পূর্তি উদযাপন করবে, যা ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল। এর আগে ২০১০ সালে জাল ঢাকায় পারফর্ম করেছিল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট