দ্যা নিউ ভিশন

মার্চ ১২, ২০২৫ ২৩:৪১

কঠিন সময়ও ‘না’ বলার সাহস দেখিয়েছিলাম: আমির খান

মুম্বাইয়ে রোববারের অনুষ্ঠানে আমির খান। এএফপি

১৪ মার্চ ৬০তম জন্মদিন উদ্‌যাপন করবেন বলিউড সুপারস্টার আমির খান। এবারের জন্মদিনটি বিশেষভাবে উদ্‌যাপন করার পরিকল্পনা এই তারকার। আর তাই ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত ‘আমির খান: সিনেমা কা জাদুকর’ শীর্ষক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। এই চলচ্চিত্র উৎসবে আমির অভিনীত জনপ্রিয় ছবিগুলো প্রদর্শন করা হবে। এই আয়োজন সামনে রেখে গত রোববার ‘আমির খান: সিনেমা কা জাদুকর’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই আসরে উপস্থিত ছিলেন স্বয়ং আমির খান ও লেখক-গীতিকার জাভেদ আখতার। আমির ও জাভেদ সংবাদ সম্মেলনে কিছু জানা ও কিছু অজানা কথা তুলে ধরেছেন।
গত রোববার মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে ‘আমির খান: সিনেমা কা জাদুকর’ চলচ্চিত্র উৎসবের ট্রেলার প্রকাশ করা হয়। এই চলচ্চিত্র উৎসবে আমিরের কোন কোন আইকনিক ছবি প্রদর্শিত হতে চলেছে, তা সংবাদ সম্মেলনে জানানো হয়। ভারতজুড়ে উদ্‌যাপিত হবে এই বিশেষ চলচ্চিত্র উৎসব। তাই দর্শক আমিরের আইকনিক কিছু ছবি আবার বড় পর্দায় দেখার আনন্দ নিতে পারবেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী