ব্রিটিশ অভিনেতা সাইমন ফিশার বেকার মারা গেছেন। ‘হ্যারি পটার’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। অভিনেতার মুখপাত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট।
সংবাদমাধ্যমে পাঠানো শোকবার্তায় সাইমন ফিশারের মুখপাত্র লিখেছেন, ‘সাইমন ফিশার রোববার (৯ মার্চ) মৃত্যুবরণ করেন। আমি শুধু তার কর্মী ছিলাম না, ১৫ বছরের বন্ধুত্ব ছিল আমাদের। খুব কাছের একজনকে হারালাম।’
২০০১ সালের ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিনেমায় হাফলপাফ হাউসের ভূত ফ্যাট ফ্রিয়ারের ভূমিকায় দেখা গিয়েছিল সাইমন ফিশারকে। এ ছাড়া জনপ্রিয় সিরিজে ‘ডক্টর হু’তে অভিনয় করেন তিনি।
বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন সাইমন ফিশার। বিবিসির ‘পাপি লাভ’ সিরিজে টনি ফাজাকার্লির চরিত্রে অভিনয়ের জন্যও বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি।
টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের বাইরে অডিও ইন্ডাস্ট্রিতেও জনপ্রিয় ছিলেন সাইমন ফিশার। তিনি ‘ডক্টর হু: দ্য কার্স অব স্লিপি হলো’তে ফাদার হার্ডউডের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন।