দ্যা নিউ ভিশন

মার্চ ৯, ২০২৫ ০৮:০৪

শাহরুখ খানের নতুন সিনেমা বারবার পিছিয়ে যাচ্ছে কেন

শাহরুখ খান। এএফপি

‘পাঠান’, ‘জওয়ান’ আর ‘ডানকি’ দিয়ে ২০২৩ সালটা নিজের করে নিয়েছিলেন শাহরুখ খান। এরপর এক বছরের বিরতি যেন তাঁর পাওনাই ছিল। ভক্ত-অনুসারীদের আশা ছিল, ২০২৫-এর শুরুতেই বড় পর্দায় হাজির হবেন তিনি। ‘দ্য কিং’ নামে সিনেমা দিয়ে তাঁর ফেরা নিশ্চিতই ছিল। কিন্তু নানা জটিলতায় বারবার পিছিয়ে যাচ্ছে সিনেমার শুটিং। সবশেষ খবর, ‘দ্য কিং’ সিনেমার শুটিং আবার পিছিয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
‘দ্য কিং’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা শাহরুখ খানের কন্যা সুহানা খানের। শুরুতে সিনেমায় শাহরুখের করার কথা ছিল অতিথি চরিত্র। কিন্তু পরে চিত্রনাট্য আবার ঘষামাজা করা হয়। শাহরুখের চরিত্রটির গুরুত্ব বাড়ানো হয়। এসব করতে গিয়ে সিনেমাটি অবধারিতভাবে পিছিয়ে যায়।

চলতি বছরের শুরুতেই ‘দ্য কিং’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তখন হয় আরেক ঝামেলা। শুরুতে সিনেমাটি পরিচালনা করার কথা ছিল সুজয় ঘোষের। কিন্তু শাহরুখ খান ঠিক করেন, ‘দ্য কিং’ সিনেমাটিকে ‘পাঠান’ বা ‘জওয়ান’-এর মতো পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমার মতো করে বানাবেন। সিনেমায় ভরপুর অ্যাকশন থাকবে।

এ জন্য ঠিক হয়, সুজয় নন বরং ‘পাঠান’ নির্মাতা সিদ্ধার্থ আনন্দ সিনেমাটি বানাবেন। পরে আবার জানা যায়, সুজয় পুরো সিনেমা বানাবেন, সিদ্ধার্থ কেবল অ্যাকশন দৃশ্যগুলোর নির্দেশনা দেবেন। চলতি বছরের শুরুতে জানা গিয়েছিল, মার্চ থেকে সিনেমার শুটিং হবে। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, মার্চ নয় বরং আগামী জুন মাসে সিনেমাটির শুটিং শুরু হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ