অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এক আমুদে চরিত্র, সেটা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারীমাত্রই জানেন। দীর্ঘদিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছেন বলেই কিনা ভারতীয় সিনেমা আর গান নিয়ে তাঁর প্রবল কৌতূহল। কোভিডের সময় হিন্দি ও দক্ষিণি সিনেমার অনেক গানের তালে টিকটক করেছেন, সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তাও পায়। সেই ওয়ার্নারকে এবার দেখা যাবে বড় পর্দায়, তেলেগু সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
গত সোমবার অন্ধ প্রদেশের রাজধানী হায়দরাবাদে ওয়ার্নারের সিনেমায় অভিষেকের খবরটি নিশ্চিত করেছেন প্রযোজক রবি শংকর। অনেক দিন ধরেই তেলেগু তারকা আল্লু অর্জুনের বড় ভক্ত ওয়ার্নার। ‘পুষ্পা’তারকার অনেক সংলাপ নিয়ে ভিডিও করেছেন তিনি। তবে প্রথম সিনেমায় আল্লু অর্জুন নন, ওয়ার্নার পাচ্ছেন নিতিনকে।
ভেঙ্কি কুডুমুলার নতুন সিনেমা ‘রবিনহুড’-এ ওয়ার্নার, নিতিন ছাড়াও দেখা যাবে আলোচিত দক্ষিণি অভিনেত্রী শ্রীলীলাকে।
তবে সিনেমায় ওয়ার্নারের ভূমিকা কী হবে, এখনই জানাতে চান না নির্মাতারা। জানা গেছে, ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করবেন ওয়ার্নার, গল্পে যে চরিত্রটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
প্রযোজক রবি শংকর বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির সিনেমা দিয়ে ওয়ার্নারের বড় পর্দায় অভিষেক হচ্ছে, এটা ভারতীয় সিনেমার জন্য গর্বের মুহূর্ত। তবে তিনি কোন চরিত্রে অভিনয় করবেন, সেটা জানালে তো মজা শেষ। এটা বলতে পারি, দর্শকেরা হতাশ হবেন না।’