আলোচিত পরিচালক রায়হান রাফীর সব কটি সিনেমাই আলোচিত ও ব্যবসাসফল। গত বছরের ঈদে মুক্তি পায় তাঁর ব্লকবাস্টার হিট সিনেমা ‘তুফান’, যে সিনেমা নিয়েও আলোচনায় এসেছেন তিনি। খুব শিগগির মুক্তি পাবে সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই পরিচালকের নতুন ওয়েব ফিল্ম ‘আমলনামা’। রাফীর অন্য সব ওয়েব ফিল্মের মতো এটিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা।
এদিকে তাঁর সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার সম্পর্কের গুঞ্জনও বহুদিনের। পরিচালনার পাশাপাশি তমার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়েই প্রায়ই আলোচনায় উঠে আসেন রাফী। মাঝে দুজনেই জানিয়েছিলেন, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই। তাঁরা শুধুই বন্ধু। গতকাল সোমবার পরিচালকের জন্মদিনে দুজনের প্রেমের সম্পর্কের বিষয়টি আবার সামনে এসেছে। দুজনের ঘনিষ্টজনেরা বলছেন, মাঝে সম্পর্কের অবণতি হলেও এখন আবার তাঁরা চুটিয়ে প্রেম করছেন।
৩ মার্চ ছিল পরিচালক রায়হান রাফীর জন্মদিন। এদিন প্রথম প্রহরে এই পরিচালক তাঁর মা ও তমা মির্জাকে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন। আবার রাতে তমা মির্জা দুজনের কাছের মানুষদের নিয়ে রাফীর জন্য জন্মদিনের একটি পার্টির আয়োজন করেন। সেই আয়োজনে মেহজাবীন, আদনান আল রাজীব, তানজিয়া মিথিলা, সাদিয়া আয়মান, শাহরিয়ার শাকিল, সামিরা খান মাহি ও রেদওয়ান রনিসহ অনেকেই উপস্থিত ছিলেন।
রাফী গতকাল রাতে জন্মদিনের আয়োজনের একটি স্থিরচিত্র পোস্ট করে ফেসবুকে ভালোবাসার ইমোজি লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের সেরা জন্মদিন। ধন্যবাদ তমা এবং আমার পরিবার।’ একই স্থিরচিত্র প্রকাশ করে তমা লিখেছেন, ‘মনে রাখার মতো একটি রাত।’
শুধু জন্মদিনের আয়োজন নয়, রাফীর পরিবারের যেকোনো আয়োজন বা সংকটময় পরিস্থিতিতে তমার উপস্থিতি বরাবরই পাশে থাকে। এ বছরের জানুয়ারিতে রায়হান রাফীর বাবা যখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, তখন ছায়ার মতো রাফীর পাশে ছিলেন তমা। এমনকি রাফী–তমা দুজনের যেকোনো পরিকল্পনা একে অপরের সঙ্গে শেয়ার করেন। বিনোদন অঙ্গনে তাঁদের ঘনিষ্টজনদের মতে, রাফী–তমা একে অপরকে ভীষণ ভালোবাসেন। দুজনের মধ্যকার সম্পর্কটা বেশ শ্রদ্ধাশীল ও আন্তরিকতায় পরিপূর্ণ।
এদিকে রাফী ও তমার প্রেমের সম্পর্ক নিয়ে গত বছরের সেপ্টেম্বরে কম জল ঘোলা হয়নি। একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে রাফীকে প্রশ্ন করা হয়েছিল, তমার সঙ্গে সম্পর্ক আগের মতো মধুর, আরও অধিকতর মধুর, নাকি তিক্ততায় আছে এখন?’
জবাবে রাফী তখন বলেছিলেন ‘তিক্ততায় যায়নি। আগের মতোই বন্ধুত্বের জায়গায় আছে সম্পর্কটা। তবে আমাদের নিয়ে যে গুঞ্জন রয়েছে, সেটা আসলে নেই।’ সেই কথার পরিপ্রেক্ষিতে তমা বলেছিলেন, ‘ভালোবাসা সরে গেলে বন্ধুত্ব থাকে? নাকি নতুন করে বন্ধুত্ব হতে পারে? সত্যিই আমার জানা নেই।’
যেহেতু বন্ধুত্বেও ফাটল, সে ক্ষেত্রে প্রশ্ন আসে, রায়হান রাফীর পরিচালনায় ভবিষ্যতে তমাকে দেখা মিলবে কি—এমন প্রশ্নে তখন তমা বলেছিলেন, ‘আমি পেশাদার। মাকে হাসপাতালে ভর্তি করে কাজ করেছি। কিন্তু এর চেয়েও বেশি কিছু মায়ের সঙ্গে ঘটে গেলে তখন আমি কাজ করতে পারতাম না। একইভাবে ভালোবাসা মুছে গেলেও সেই মানুষটির সঙ্গে আগের মতো খুব স্বাভাবিকভাবে কাজ করে যাব, সেটাও পারব না। আমি অবশ্যই অভিনেত্রী, কিন্তু এতটাও পেশাদার নই।’
তার আগে গত বছর তমার জন্মদিনে এক ফেসবুক স্ট্যাটাসে নিজেদের সুন্দর মুহূর্তের স্থিরচিত্র প্রকাশ করে তমার উদ্দেশে রাফী লিখেছিলেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম।’
এদিকে দুজনের সম্পর্ক নিয়ে এত সব আলোচনার পর রাফীর পরিচালনায় নতুন ওয়েব ফিল্ম ‘আমলনামা’য় দেখা গেল তমা মির্জাকে। সম্প্রতি শেষ হওয়া মেহজাবীন ও আদনানের বিয়ের একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে রাফী–তমাকে। এত কিছুর পরও দুজনের সম্পর্কটা ঠিক কোন দিকে গড়ায়, তা দেখতে অপেক্ষা করতে হবে।
রায়হান রাফীর পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে। পরে আবার তাঁদের দেখা যায় ‘৭ নম্বর ফ্লোর’-এ। রাফীর ‘সুড়ঙ্গ’ ছবির ‘ময়না’ চরিত্রে অভিনয় করে আলোচিত হন তমা। সামনের পবিত্র ঈদুল ফিতরে তমা মির্জা অভিনীত নতুন চলচ্চিত্র ‘দাগি’ মুক্তির অপেক্ষায় আছে। শিহাব শাহীন পরিচালিত এই ছবিতে তমার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।