সত্য ঘটনার অনুপ্রেরণায় সিনেমা নির্মাণে জুড়ি নেই রায়হান রাফীর। ‘জানোয়ার’, ‘ফ্রাইডে’, ‘টান’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’র পর এবার সত্য ঘটনার ছায়া অবলম্বনে তিনি নিয়ে আসছেন ‘আমলনামা’। চরকি অরিজিনাল ফিল্মটি মুক্তি পাবে শিগগিরই। তার আগে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফোরটেস্ট ও থিমেটিক পোস্টার।
গত শুক্রবার বিকেলে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ পায় ‘আমলনামা’র ফোরটেস্ট বা পূর্বাভাস ভিডিও, যার ক্যাপশনে লেখা, ‘অবিচার যখন হয়ে উঠেছিল বিচারের মাপকাঠি…।’ এই শহর, শহরের কিছু মানুষ এবং তাদের অভিব্যক্তি দিয়ে সাজানো হয়েছে সিনেমাটির ফোরটেস্ট।
ভিডিওর প্রথম দিকের কিছু দৃশ্য আর সংলাপে ধারণা করা যায়, কয়েকজন মাদকবিরোধী অভিযানের কথা বলে একজনকে তার বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে। এরপর নানা রকম অভিব্যক্তিতে ধরা দেন সিনেমাটির অভিনয়শিল্পীরা। সেখানে গল্প বা চরিত্রের কোনো ধারণা পাওয়া যায়নি।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি প্রকাশ পায় সিনেমাটির থিমেটিক পোস্টার। ভাঙা ফ্রেমের ভেতর স্পষ্টই বোঝা গেছে দুই কন্যাসন্তানকে নিয়ে মা–বাবার ছবিটি। তবে বাবার মুখটি ছবিতে নেই। বুলেটের আঘাতে বাবার মুখের জায়গাটি ছিদ্র হয়ে গেছে, ভেঙে গেছে ওপরের কাচ। আর প্রতীকীভাবে সেই ভাঙা অংশ দিয়ে বেয়ে পড়ছে রক্ত। ভাঙা কাচের ওপর প্রতিফলিত হয়েছে জাহিদ হাসানের ছবি। তিনি ছবিটির দিকে তাকিয়ে আছেন। থিমেটিক পোস্টারের ক্যাপশনে লেখা, ‘যেই অবিচার আমরা চোখ বুজে সহ্য করে এসেছি!’
এমন সব বাক্য, ছবি আর ভিডিও স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন তৈরি করেছে দর্শকদের মনে। কোন সত্য ঘটনার অনুপ্রেরণা নিয়েছেন নির্মাতা, তা এখনই বলতে চান না রায়হান রাফী। শুধু জানান, দর্শকেরাই সেটা আবিষ্কার করুন। রাফী বলেন, ‘আমি বরাবরই নতুন কিছু করার চেষ্টা করি। এবারের নতুনত্বটা গল্পে; এ রকম গল্পে কাজ হয়নি বললেই চলে। কাহিনি শেষ না হওয়া পর্যন্ত দর্শকেরা একটা রোমাঞ্চের মধ্যে থাকবেন।’
গল্পের পাশাপাশি অভিনয়শিল্পী নির্বাচনেও চমক রেখেছেন রায়হান রাফী। ‘আমলনামা’ সিনেমার মাধ্যমে অনেক দিন পর ওটিটিতে দেখা যাবে জাহিদ হাসানকে। শুধু তা–ই নয়, কবি, গীতিকার, নির্মাতা কামরুজ্জামান কামু আছেন এই সিনেমায়। গাজী রাকায়েতকে এখানে পাওয়া যাবে নতুনভাবে। অভিনেত্রী তমা মির্জা ও সারিকা সাবরিন আলো ছড়াবেন সিনেমায়।
ওয়েব ফিল্মটি নিয়ে জাহিদ হাসান বলেন, ‘সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। আমরা আমাদের চরিত্রের মাধ্যমে যে ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো যেন আর না ঘটে, সে জন্যই কাজটি করা। ওয়েব ফিল্মটির নামটাও গল্পের সঙ্গে প্রাসঙ্গিক। মানুষ যেন জীবনে চলার পথে সাবধান থাকে, কী করব আর কী করব না, সেটা যেন চিন্তা করে।’
এদিকে ফিকশনে ছয় বছর পর অভিনয় করলেন কবি, গীতিকার, নির্মাতা কামরুজ্জামান কামু। কাজটিতে যুক্ত হওয়া নিয়ে তিনি বলেন, ‘অনেক দিন ধরেই রায়হান রাফীর সুনাম শুনছি। তিনি যখন চরিত্রটাতে পারফর্ম করার প্রস্তাব দিলেন এবং বললেন, এই চরিত্রের জন্য আমাকেই দরকার, তখন একরকম আগ্রহ পেয়েছি। আর যখন গল্পটা শুনি, তখন তো রীতিমতো চমকে উঠি এবং সঙ্গে সঙ্গে কাজটি করতে রাজি হয়ে যাই। এভাবেই ছবিটার সঙ্গে যুক্ত হওয়া।’
থিমেটিক পোস্টার ও ফোরটেস্ট প্রকাশের পর দর্শকেরা জানতে চাইছেন, কবে আসবে ‘আমলনামা’? দর্শকদের অল্প কিছুদিনের অপেক্ষা করতে বলেছেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি।
তিনি আরও বলেন, ‘পোস্টার ও ফোরটেস্টের ক্যাপশনে বিচার-অবিচারের কথা বলা হয়েছে, গল্পের সঙ্গে এই শব্দগুলো খুবই প্রাসঙ্গিক। “আমলনামা”য় এমন এক ঘটনা নিয়ে আসা হয়েছে, যা সিনেমার গল্পে নতুন। যে বিষয় নিয়ে কথাই বলা যেত না, সেটা নিয়েই আমরা এবার সিনেমা বানিয়েছি। আশা করছি, দর্শকেরা নতুন কিছু অনুভূতি ও অভিজ্ঞতার মুখোমুখি হবেন।’
গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, ইনায়া আর্যাও অভিনয় করেছেন সিনেমায়। রায়হান রাফীর গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও এস এম নজরুল ইসলাম।