‘মানুষের জন্য’ শিরোনামে নতুন অ্যালবাম আনতে যাচ্ছে ব্যান্ড অ্যাশেজ। ১০টি গানে সাজানো এ অ্যালবামের সব আয় খরচ হবে মানবিক সহায়তায়। সম্মানী বা আয়ের অংশ নেবেন না ব্যান্ডটির কোনো সদস্য। আয়কৃত অর্থ সরাসরি পৌঁছে যাবে হাসপাতালের তহবিলে, যা খরচ হবে ক্যানসার, কিডনি, প্যারালাইসিস, চোখসহ বিভিন্ন জটিল রোগীর সহায়তায়। চলতি বছরের শেষে পূর্ণাঙ্গ অ্যালবামটি একসঙ্গে প্রকাশিত হবে বলে প্রথম আলোকে জানিয়েছে ব্যান্ডটি।
অ্যাশেজের ভোকাল জুনায়েদ ইভান প্রথম আলোকে বলেন, ‘কনসার্ট থেকে উপার্জিত টাকার একটি ভাগ আমরা খরচ করি মানুষের জন্য। কিন্তু এতে শুধু একজনের পাশে হয়তো একবারই দাঁড়াতে পারছি। কীভাবে এসব মানুষের পাশে আরও ভালোভাবে দাঁড়ানো যায়, সেই চিন্তার ফল এই অ্যালবাম। অ্যালবাম থেকে আয়কৃত সব অর্থ খরচ হবে অসহায় মানুষের চিকিৎসায়। শুরুতে ক্যানসার, কিডনি ও প্যারালাইসিস রোগীকে প্রাধান্য দেব। ’
কীভাবে খরচ হবে এই অর্থ, আর এতে স্বচ্ছতা কীভাবে নিশ্চিত হবে? এমন প্রশ্নে জুনায়েদ ইভান বলেন, ‘এখানে বিশ্বাস একটা বড় বিষয়, মানবিক এসব কাজে প্রচুর স্ক্যাম (জালিয়াতি) হয়। আমরা কোনো সময় সরাসরি টাকার দায়িত্ব নিইনি, সব সময় রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছি। এই অ্যালবামেও এ স্বচ্ছতা থাকবে। মানুষের সহায়তা সরাসরি পৌঁছে যাবে হাসপাতালে। আমরা শুধু অর্থের হিসাব থেকে কার পেছনে খরচ হচ্ছে, সে হিসাব রাখব।’
এ সংগীতশিল্পী আরও বলেন, ‘কনসার্ট ছাড়া কোনো সামাজিক বা করপোরেট কোনো অনুষ্ঠানে আমি যাই না। কিন্তু এবার যত জায়গায় যাওয়ার, আমি যাব। এ অ্যালবামের জন্য যতটা পরিশ্রম ও প্রচার প্রয়োজন, আমিসহ ব্যান্ডের সদস্যরা তা করবেন। বিশ্ববিদ্যালয়, কলেজের ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা যাব। সবাই মিলে চেষ্টা করলে ভালো ফল বয়ে আনবে বলে বিশ্বাস করি। যত দিন গানগুলো বেঁচে থাকবে, তত দিন একজন একজন করে শত শত প্যারালাইসিস রোগী হাঁটতে শুরু করবে।’
গানের বাইরে মানবিক বিভিন্ন উদ্যোগে এর আগেও অ্যাশেজ হয়েছে সংবাদের শিরোনাম। ক্যানসার ও কিডনি রোগীদের চিকিৎসা করিয়ে ব্যান্ডটি কুড়িয়েছে প্রশংসা। ব্যান্ডটির তথ্যমতে, গত এক দশকে ১০০ জনের বেশি ক্যানসার ও জটিল কিডনি রোগীর চিকিৎসা করিয়েছে ব্যান্ডটি। বিষয়টি নিয়ে এর আগে জুনায়েদ ইভান বলেছিলেন, ‘সব সময় মানুষের কাছে টাকা না চেয়ে মাঝেমধ্যে নিজেরাই কনসার্ট থেকে আয়ের একটা অংশ দেওয়া শুরু করি। চ্যারিটি করা শুরু করি। ওই সব কনসার্ট থেকে পাওয়া আমার পারিশ্রমিকের পুরোটাই দিতাম। পাশাপাশি সাউন্ডের লোকজনসহ আরও যাঁরা আমাদের সঙ্গে যুক্ত থাকেন, তাঁদেরও চ্যারিটি কনসার্টগুলো থেকে পারিশ্রমিক কম নিতে বলতাম। তাঁরাও হাসিমুখে কম নিতেন।’
এ অ্যালবাম ছাড়াও চলতি বছরের মাঝামাঝি আরও একটি অ্যালবাম আনতে যাচ্ছে অ্যাশেজ। ১০ গানে সাজানো অ্যালবামটির শিরোনাম ‘বিভ্রম’। ইতিমধ্যে বেশ কয়েকটি গান তৈরি হয়েছে।
অ্যাশেজ ব্যান্ডের বর্তমান লাইনআপ—জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার), আদনান বিন জামান (কি–বোর্ড), তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)।