দ্যা নিউ ভিশন

এপ্রিল ২, ২০২৫ ০৮:০৭

জীবনের অন্য রকম সময় কাটছে স্বাগতার

জিনাত সানু স্বাগতা

বছরখানেক আগে প্রেমিক ও বন্ধু হাসান আজাদকে বিয়ে করেন অভিনয়শিল্পী জিনাত সানু স্বাগতা। বিয়ের ১৩ মাসের শেষে স্বাগতা জানালেন, তিনি মা হতে যাচ্ছেন। আজ শুক্রবার স্বাগতা বললেন, চিকিৎসক জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাসে তিনি মা হবেন।

অন্তঃসত্ত্বা স্বাগতা কাজও কমিয়ে দিয়েছেন। নাটকের শুটিং এখন হাতে নিচ্ছেন না। তবে স্টার গসিপ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। স্বাগতা বললেন, ‘এই অনুষ্ঠানে কায়িক পরিশ্রম সেভাবে নেই। পুরো কাজটা বসে বসে করতে হয়।  তাই করছি। এর বাইরে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছি। মাঝখানে অবশ্য আমাকে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু কাজটা বেশ পরিশ্রমের এবং আউটডোরে করতে হবে—তাই সাহস করিনি। বাসার মানুষও না করেছেন।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী