দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১০:৫০

বিয়ের পর ধর্ম পরিবর্তন নিয়ে কোনো চাপ ছিল না: সোনাক্ষী

সোনাক্ষী সিনহা

গত বছর অভিনেতা জহির ইকবালকে ধুমধাম করে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিয়ের পর থেকে নানা বিরূপ মন্তব্যের মুখে পড়তে হয়েছে সোনাক্ষীকে। বিয়ের পর ধর্ম পরিবর্তন নিয়েও নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।
সোনাক্ষী আর জহির বলিউডের সুখী দম্পতিদের অন্যতম, তা তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় চোখ রাখলেই বোঝা যায়। এই জুটির নানা রঙিন ও ভালোবাসামাখা ছবি ছড়িয়ে আছে তাঁদের ইনস্টার পাতায়।

সোনাক্ষী ভারতীয় হিন্দু পরিবারের মেয়ে, আর জহির মুসলমান সম্প্রদায়ের ছেলে। তাই তাঁদের বিয়েকে ঘিরে নানান প্রশ্ন উঠেছিল। এমনও শোনা গেছে, সোনাক্ষীর বাবা প্রবীণ অভিনেতা, রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার এই বিয়েতে প্রবল আপত্তি ছিল। যদিও তিনি তাঁর একমাত্র মেয়ের বিয়েতে উপস্থিত ছিলেন। আর বেশ ধুমধাম করেই মেয়ের বিয়ে দিয়েছেন শত্রুঘ্ন। আরও গুঞ্জন ছিল যে বিয়ের পর ধর্ম পরিবর্তনের জন্য সোনাক্ষীর ওপর চাপ দেওয়া হচ্ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী সব সমালোচনার জবাব দিয়েছেন। ধর্ম পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, ‘জহির আর ওর পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার ওপর কোনো চাপ দেয়নি। জহির আর আমি এটা নিয়ে ভাবি না। আমরা দুজন শুধু একে অপরকে ভালোবাসি। আর আমরা শুধু একে অপরকে বিয়ে করতে চেয়েছিলাম। জহির আমার ওপর ওর ধর্ম চাপিয়ে দেয়নি, আর আমিও ওর ওপর আমার ধর্ম চাপিয়ে দিইনি। এমনকি এ বিষয়ে আমরা কোনো আলোচনা পর্যন্ত করিনি।’

সোনাক্ষী এ প্রসঙ্গে আরও বলেন, ‘জহির আর আমি একে অপরের সংস্কৃতিকে খুব সম্মান করি। আর একে অপরের সংস্কৃতিকে অনুভব করি। সে তাঁর বাড়িতে কিছু পারিবারিক ঐতিহ্য মেনে চলে। আমি আমার বাড়িতে পারিবারিক রীতিনীতি পালন করে চলি। আমার বাড়ির আয়োজনে জহির আসে। আমি ওর বাড়িতে নিয়াজে যাই। এসবই আমাদের কাছে গুরুত্ব পায়।’

অভিনেত্রী বলেন, ‘এ পরিস্থিতিতে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করা সবচেয়ে ভালো ছিল। এখানে একজন হিন্দু নারীর ধর্ম পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। আর এটাই সবচেয়ে সহজ। আর আমাকে কেউ কখনো ধর্ম পরিবর্তনের কথা বলেইনি। আমরা একে অপরকে শুধুই ভালোবাসি। আমি সুখে আছি।’

গত বছর ২৩ জুন হিন্দু ও মুসলিম রীতি অনুযায়ী বিয়ে করেছিলেন সোনাক্ষী-জাহির। এরপর তাঁরা আইনমতে বিবাহ সম্পন্ন করেছিলেন। এই তারকা দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে রেখা, সালমান খান, কাজলসহ বিটাউনের আরও অনেক তারকা উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী