১০ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে চ্যারিটি শো ‘তলপাথরের চিৎকার’। নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, পরাধীনতা থেকে মুক্তির আহ্বান এবং বন্যার পরবর্তী সংকট মোকাবিলায় বন্যার্তদের সাহায্যার্থে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অনুষ্ঠানের আয়োজক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। এতে দেশের জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পীরা অংশ নেবেন, যেমন অবান্তর, আহমেদ হাসান সানি, কাকতাল, গানপোকা, চেতনা রহমান ভাষা ও অনিরুদ্ধ অনু, প্রবচন, প্রহরী (দ্য পোয়েট্রি ব্যান্ড), বাংলা ফাইভ, লিসান অ্যান্ড দ্য ব্লাইন্ডম্যান, সভ্যতা ও সন্ধি এবং সায়েম জয়। আহমেদ হাসান সানি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা প্রথম আলোকে নিশ্চিত করেছেন।