দ্যা নিউ ভিশন

ফেব্রুয়ারি ২২, ২০২৫ ০৯:৫৩

শুরু হলো সিনে ক্যারাভান চলচ্চিত্র উৎসব

‘বারান’ এর পোস্টার

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং রেইনবো ফিল্ম সোসাইটির সহযোগিতায় শুরু হয়েছে সিনে ক্যারাভান চলচ্চিত্র উৎসব। ৯ দেশের ১২ চলচ্চিত্র নিয়ে এ উৎসব চলবে দেশের বিভিন্ন জেলায়।
নারায়ণগঞ্জ, জামালপুর, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, যশোর, দিনাজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা ও সিলেটে চলবে ২০ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।

উৎসবের প্রথম দিন দেখানো হয়েছে সৌদি আরবের সিনেমা ‘টু সিগনোর’। এরপর ছিল ইরাকের ‘নোবডি নোজ’ও কিরগিজস্তানের সিনেমা ‘ডিল অ্যাট দ্য বর্ডার’।

আজ বেলা ৩টায় প্রদর্শিত হবে মিসরের ‘ডিপারচার’। এরপর দেখানো হবে তুরস্কের ‘হোয়েন দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়েলো’ও সিরিয়ার ‘ওয়ার্নিং’। শেষে রয়েছে আফগানিস্তানের ‘দ্য মোস্ট বিউটিফুল কাবুলি ড্রেস’ও তুরস্কের ‘বিয়ন্ড দ্য ওয়েজ’।
আগামীকাল বেলা ৩টায় রয়েছে তিউনিসিয়ার ‘আ মেডিটেরানিয়ান ডে’। এরপর প্রদর্শিত হবে ইরানের ‘বারান’ও ‘মে বি সামহয়ার এলস’। সবশেষে ইরাকের ‘দ্য লাস্ট পোস্টম্যান’ প্রদর্শিত হবে।

২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বরিশাল ও রাজশাহীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিদিন বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উল্লেখিত ছবিগুলো দেখানো হবে। প্রদর্শনী থাকবে উন্মুক্ত।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ