দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৫:৪৭

মাত্র ৩৪ বছর বয়সে প্রয়াত হলেন এই গায়ক।

মার্কিন র‍্যাপার রিচ হোমি কোয়ান মারা গেছেন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় তাঁর মৃত্যু হয়, তবে মৃত্যুর কারণ জানা যায়নি। ৩৪ বছর বয়সী কোয়ান ‘ফ্লেক্স’ ও ‘টাইপ অব ওয়েস’ গানের জন্য পরিচিত ছিলেন। তাঁর আসল নাম ছিল ডিকোটস ডিভন্টি, কিন্তু তিনি কোয়ান নামেই জনপ্রিয় হন। ২০১৩ সালে ‘টাইপ অব ওয়ে’ গান দিয়ে মূল ধারার র‍্যাপ সংগীতে পরিচিতি লাভ করেন, এবং ২০১৫ সালে ‘ফ্লেক্স’ গানটি তাঁর অন্যতম আলোচিত কাজ। রিচ হোমি কোয়ান নিজের জন্ম শহরেই প্রয়াত হলেন, এবং তাঁর মৃত্যুর খবরে র‍্যাপ সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন ভক্ত ও সংগীতশিল্পীরা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী