দ্যা নিউ ভিশন

ফেব্রুয়ারি ২২, ২০২৫ ২২:১৫

সানীর মৃত্যুর পর নাটকের সিন্ডিকেট নিয়ে প্রশ্ন

শাহবাজ সানী।

তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা যাওয়ায় তাঁর বন্ধু ও সহকর্মীরা প্রশ্ন তুলেছেন, সানী মেধাবী অভিনয়শিল্পী হলেও সিন্ডিকেটের শিকার তিনি। দীর্ঘদিন ধরে চেষ্টা করেও অনেকের সঙ্গে কাজ করতে পারছিলেন না। বাদও পড়ছিলেন কাজ থেকে। কাজ নিয়ে অভিমান ছিল তাঁর। যে কারণে কেউ কেউ এই অভিনেতার প্রয়াণে নাট্যাঙ্গনে সিন্ডিকেটকে নতুন করে সামনে আনছেন।

একসময় ইমরান রবিনের নাটকে অভিনয় করেছেন শাহবাজ সানী। সেই পরিচালক সানীর প্রয়াণে অভিমান করে লিখেছেন, ‘সানীর অকাল মৃত্যু আবারও প্রমাণ করল আমাদের সময় যখন তখন শেষ হয়ে যাবে। কী হবে এত সিন্ডিকেট, অহংকার আর অভিশাপ দিয়ে…সময় তো অল্প।’

আরেক পরিচালক আমিনুল শিকদার লিখেছেন, ‘মানুষ মারা গেলে কদর বেড়ে যায়।’ একই কথা লিখেছেন আরেক অভিনেতা সিয়াম নাসির। তিনি লিখেছেন, ‘মানুষ মারা গেলে ভালোবাসা উথলাইয়া পড়ে। বেঁচে থাকতে খবর লয় না।’

পরিচালক ইমরান রবিন বলেন, ‘এই সময়ে চরিত্র অভিনেতাই নয়, পরিচালকসহ সবার জন্য সিন্ডিকেট প্রকট আকার ধারণ করছে। এই সিন্ডিকেটে একজনের হয়ে কাজ করলে অন্যরা তাকে নিয়ে কাজ করতে চাইবে না। সামনে এক কথা বলে পেছনে আরেক কথা বলে বেশির ভাগ শিল্পী। এখন সবাই সানীর প্রশংসা করছে, বলছে ভালো অভিনেতা ছিল। সানী চাইত সবার সঙ্গেই কাজ করতে। কিন্তু সিন্ডিকেটের কারণে সেই সুযোগ অনেক কম পেয়েছে। তার জন্য যদি কেউ নিঃস্বার্থভাবে কিছু করত, তাহলে সে মানসিকভাবে আরও ভালো থাকত।’

মোহন আহমেদের নাটকে অভিনয় করেছিলেন সানী। পরবর্তী সময়ে এই পরিচালকের বেশ কিছু কাজ করেছেন। মোহন বলেন, ‘সানীর সঙ্গে বেশ কিছুদিন আগেই কথা হয়। তখন সে জানিয়েছিল, এখন প্রধান চরিত্রে অভিনয় করছে। তার প্রথম প্রধান চরিত্রে অভিনয় করা নাটকের নাম বলল, “জামাইয়ের মাথা গরম”। জানাল, এটাই ছিল ওর প্রথম প্রধান চরিত্রে অভিনয় করা। এটাই একজন অভিনেতার প্রধান চরিত্রে শেষ কাজ মানতে কষ্ট হচ্ছে।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ