দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৫:৪৯

’ঘুমপরী’ প্রেম, নাকি মায়া

চরকিতে আসছে ’ইউ অ্যান্ড মি কনডমস প্রেজেন্টস’ ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’

ভালোবাসা দিবস উপলক্ষে চরকিতে আসছে ’ইউ অ্যান্ড মি কনডমস প্রেজেন্টস’ ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। জাহিদ প্রীতমের সিনেমাটিতে আছেন আরেক প্রীতম; গায়ক-অভিনেতা প্রীতম হাসান। আছেন তানজিন তিশা। আর আছেন এই সময়ের আলোচিত গায়িকা-অভিনেত্রী পারশা মাহজাবীন। সিনেমাটির ট্রেলার প্রকাশ উপলক্ষে গত শনিবার রাজধানীর একটি ইভেন্ট স্পেসে আয়োজিত সংবাদ সম্মেলনে গল্পে, আড্ডায় মেতে ওঠেন প্রীতম, তিশারা।

শুরুর দিকে সহশিল্পীর দিকে তাকিয়ে প্রীতম বলে দিলেন, ‘তানজিন তিশা অসাধারণ। ক্যামেরা যখন চালু হতো, তখন দেখতাম একদমই বদলে যেত সে। তার অভিনীত সেরা একটি কাজ হয়ে থাকবে “ঘুমপরী”।’

পাশেই বসা তানজিন তিশা সহশিল্পীর প্রশংসা শুনে হাসছিলেন। বলতে দেরি করলেন না, গানের পাশাপাশি সহশিল্পী প্রীতমের অভিনয়েরও তিনি ভক্ত। তিশা বলেন, ‘প্রীতম যে অভিনয় করে, সেটা দেখে মনে হয় না অভিনয়, এতটাই ন্যাচারাল। তার অভিনীত চরিত্রগুলো মনে হয় রিয়েল।’ দুই সহশিল্পী বিষয়ে আরেকটি কথা বলে হেসে ফেললেন তিশা, ‘এই প্রথম দেখলাম আমার দুজন সহশিল্পীই সংগীতশিল্পী। আমি মাঝেমধ্যে অভিনয় নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছিলাম।’ প্রীতমও বলেই ফেললেন, দুই অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছেন, তিনি অর্ধেক অভিনেতা, অর্ধেক গায়ক। তবে অভিনেতা হিসেবে অর্ধেকটা দিয়েছেন, সেটা মানলেন না তিশা।

‘ঘুমপরী’ নিয়ে প্রীতম বলেন, ‘এমন গল্প বেশ কিছু করেছি। কিন্তু ঘুমপরী করতে গিয়ে দেখলাম, গল্পটা অসাধারণ। যে কারণেই কাজটি করা। তবে একই ঘরানার রোমান্টিক কাজ নিয়ে কথা শুনতে হয়। অনেকবারই শুনেছি, “ভাই, আপনি টিউশনি করান, ইউনিভার্সিটিতে পড়েন, ঢিলেঢালা জামা গায়ে মেয়েদের প্রেমে ফেলেন।” দর্শকদের কাছে এ–ই আমার ট্রেড মার্ক হয়ে গেছে এখন। ভাবছি, রোমান্টিক গল্প এটাই শেষ (হাসি)।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী