দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১২:০০

তৃপ্তি নন, ‘আশিকি ৩’-এ দেখা যাবে এই দক্ষিণি নায়িকাকে

শ্রীলীলা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

আগেই জানা গিয়েছিল, অনুরাগ বসুর নতুন সিনেমায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে। পরে জানা যায়, ‘আশিকি’র সিকুয়েল হবে ছবিটি। এই ছবিতে জুটি হয়ে আসবেন কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরিতে। গত বছর কার্তিক ও তৃপ্তি জুটির ‘ভুলভুলাইয়া ৩’ সুপার হিট, তাই এই জুটির নতুন সিনেমা দেখতে মুখিয়ে ছিলেন দর্শকেরা। নতুন খবর, তৃপ্তি নন, এ ছবিতে থাকছেন হালের এক আলোচিত দক্ষিণি অভিনেত্রী। খবর ফিল্মফেয়ারের

গত বছর মুক্তি পাওয়া ‘পুষ্পা ২’-এর আইটেম গান ‘কিসিক গার্ল’-এ হাজির হয়ে ঝড় তুলেছিলেন দক্ষিণি কন্যা শ্রীলীলা। এবার তাঁকে দেখা যাবে হিন্দি সিনেমায়, ‘আশিকি ৩’ ছবিতে তিনিই হচ্ছেন কার্তিকের জুটি।

এলোমেলো চুল, একমুখ দাড়ি-গোঁফ, হাতে গিটার। আলো-আঁধারিতে কার্তিক গেয়ে উঠেছেন ভীষণ চেনা গান, ‘তু মেরি জিন্দেগি হ্যায়’। ছবির প্রথম ঝলকে কোথাও ছবির নাম লেখা নেই! গানে গানে কার্তিক জানিয়েছেন, ‘তুহি প্যায়ার তুহি চাহত…তুহি আশিকি হ্যায়’।

এই একটি ঝলক এত দিন ধরে চলতে থাকা গুঞ্জনে ইতি টেনেছে। এর আগে শোনা যাচ্ছিল, অনুরাগের নাকি তৃপ্তিকে পছন্দ।

কারণ, ‘অ্যানিমেল’ ছবির কারণে অভিনেত্রী তখন চর্চায়। এরপরই মুক্তি পায় ‘ভুলভুলাইয়া ৩’। সেখানেও কার্তিকের সঙ্গে জুটি বেঁধেছেন তৃপ্তি। ফলে তাঁকে আরও একবার অভিনেতার বিপরীতে দেখার জন্য মুখিয়েছিলেন দর্শক।

দুটি ছবিতে তৃপ্তির গ্ল্যামার নিয়ে নাকি বেশি চর্চা হয়েছে, তাই অনুরাগ তাঁর সিদ্ধান্ত পাল্টে ফেলেন। আল্লু অর্জুনের সঙ্গে আইটেম গানে ঝড় তোলা শ্রীলীলাকে বেছে নেন তিনি। মুক্তির পর থেকেই আলোচনায় ‘আশিকি ৩’-এর ঝলক। অনেকেই জানতে চাইছেন, সিনেমাটি কবে মুক্তি পাবে? নির্মাতারা অবশ্য এ বিষয়ে মন্তব্য করেননি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী