দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৫৮

ঢাকায় ‘অর্থী’ এবং টরন্টোতে ‘সাবা’

গতকাল মুক্তিপ্রাপ্ত চরকি অরিজিনাল ফিল্ম ‘ফরগেট মি নট’–এ অর্থী চরিত্রে অভিনয় করেছেন তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একই সময়ে তিনি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সাবা’ ছবির প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন। মেহজাবীন চৌধুরী ‘পুনর্জন্ম’ থেকে ‘আরারাত’—পরপর থ্রিলার ওয়েব সিনেমা ও সিরিজ করেছেন, তাই তিনি থ্রিলারের বাইরে রোমান্টিক ঘরানার গল্প খুঁজছিলেন।

 

নির্মাতা রবিউল আলম রবির কাছে ‘ফরগেট মি নট’–এর গল্প শুনে তিনি এটি নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন। সিনেমাটি মুক্তির ঘণ্টা দুয়েক আগে টরন্টো থেকে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে মেহজাবীন জানান, অর্থী চরিত্রের মধ্যে অনুশোচনা, অবসাদ এবং মনস্তাত্ত্বিক দিকগুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, “এই চরিত্রের মাধ্যমে আমি শুধু প্রেম-বিনোদন নয়, আরও নানা আবেগ তুলে ধরতে পেরেছি। সিনেমার চিত্রনাট্যও খুবই উন্নত মানের।”

 

মেহজাবীন ‘ফরগেট মি নট’–এর নির্মাতা রবিউল আলম রবির কাজের অভিজ্ঞতা ভালো ছিল বলে জানান। তিনি বলেন, “রবি ভাইয়ার ভালো গুণ হলো, তিনি সহকর্মী হিসেবে পাশে থাকেন এবং শিল্পীদের স্বাধীনতা দেন।”

 

‘ফরগেট মি নট’ কেন দেখবেন—এমন প্রশ্নের উত্তরে মেহজাবীন বলেন, “এটি আপনার মনে দীর্ঘ সময়ের জন্য গেঁথে থাকতে পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, দর্শকদের ভালো লাগলে সফল হবো, আর ভালো না লাগলে শিখে আরও ভালো করার চেষ্টা করব।”

 

এছাড়া, মেহজাবীন বর্তমানে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সাবা’ চলচ্চিত্রের প্রদর্শনীতে রয়েছেন। এটি তাঁর ক্যারিয়ারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যেখানে তিনি নামভূমিকায় অভিনয় করেছেন। এই ছবিটি উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে এবং ৭ সেপ্টেম্বর এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

 

মেহজাবীন চৌধুরী বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সোচ্চার ছিলেন এবং সংস্কারের বিষয়ে কিছু প্রস্তাব দিয়েছেন। তিনি রেটিং প্রথার শক্তি বাড়ানো, ভারী ও গভীর গল্পগুলো সামনে আনা, প্রডাকশন ক্রুদের সম্মান এবং পুরুষ-নারী শিল্পীদের সমতার চর্চার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি মনে করেন, যখন নারীরা সম্মান ও সমান সুযোগ পাবেন, তখনই ইন্ডাস্ট্রি ও দেশ এগিয়ে যাবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট