নির্মাতা হিসেবে মাসুদ হাসান উজ্জ্বল যেমন পরিচিত, তেমনি গায়ক হিসেবেও রয়েছে পরিচিতি। বিনোদন অঙ্গনে শুরুর দিকে মেঘদল ব্যান্ড নিয়ে ব্যস্ত ছিলেন। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন উজ্জ্বল একটা সময় মেঘদল থেকে সরে দাঁড়ান। গেল বছরের শেষ দিকে ঘোষণা দেন নতুন ব্যান্ডের কার্যক্রমের। সেই ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবামের প্রস্তুতি প্রায় শেষ। ১০টি গান নিয়ে এই অ্যালবাম প্রকাশ করবেন। তবে অ্যালবাম বা গান হিট করানোর জন্য বেহায়াপনা (তার ভাষায়) করতে পারবেন না পরিষ্কার জানিয়েছেন। নিজের ফেসবুক পোস্টে এমনটাই লেখেন এই পরিচালক ও সংগীতশিল্পী।
মাসুদ হাসান উজ্জ্বল তাঁর ফেসবুকে লিখেছেন, ‘অনেক চিন্তা করে দেখলাম, বিনোদন জগতে সরব থাকতে হলে অনেক ধরনের বেহায়াপনা করতে হয়। আমার তো টিকটকার, ফুড ব্লগার—এদের দেখলে মাঝে মাঝে মায়াই হয়। ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা থেকে শুরু করে ভাত খাওয়া, পারলে ওয়াশরুমের কর্মকাণ্ডও দুনিয়ার সবাইকে ভিডিও করে দেখাতে হয়। সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি বিক্রয়যোগ্য হলো ব্যক্তিগত জীবন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান সময়ে মানুষের কর্মকাণ্ড নিয়ে কথা বলার ফাঁকে উজ্জ্বল জানান, তাঁর ব্যান্ড ‘ওমকার’–এর প্রথম অ্যালবাম প্রকাশের জন্য পুরোপুরি প্রস্তুত। বললেন, ‘যা–ই হোক মূল বিষয় এটা না, মূল বিষয় হলো আমাদের ব্যান্ড “ওমকার”–এর প্রথম স্টুডিও অ্যালবাম মুক্তির প্রহর গুনছে। ১০টি মৌলিক গানের এই অ্যালবামের গান একটি একটি করে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। শিগগিরই অ্যালবাম এবং প্রথম প্রকাশিতব্য গানের নাম প্রকাশ করা হবে।’
অ্যালবাম প্রকাশের কথা জানিয়ে রাখলেও উজ্জ্বল জানান, অ্যালবাম কিংবা গান হিট করাতে কোনো ‘বেহায়াপনা’ করতে পারবেন না। তিনি লিখেছেন , ‘এই গান বা অ্যালবাম হিট করানোর জন্য আমরা কোনো বেহায়াপনা করতে পারব না। মিউজিক বিষয়টাই কঠিন, তার ওপরে বেহায়াপনার মতো কঠিন কাজ করতেই পারব না। গান সময় ও যত্ন নিয়ে করার চেষ্টা করেছি। গান যাঁরা মন দিয়ে শুনবেন, আমরা আসলে তাঁদের জন্যই গান করি। যাঁরা শুনবেন না, আমরা তাঁদের জন্য গান বানাইনি।’
বেহায়াপনা বলতে কী বোঝাতে চেয়েছেন জানতে চাইলে প্রথম আলোকে আজ শুক্রবার দুপুরে উজ্জ্বল বলেন, ‘বেহায়াপনা শব্দটা আমার ব্যক্তিগত অনুভূতি, যা আমার জন্য বেহায়াপনা, তা অন্যের জন্য স্বাভাবিক আচরণ বা ঘটনা হতেই পারে। অন্যকে কটাক্ষ করা আমার উদ্দেশ্য নয়। যে যার মতো নিজের কাজটা করছে করুক; কিন্তু আমার বক্তব্য হলো শিল্পে একধরনের ধ্যানগ্রস্ততা লাগে, সাধনা লাগে। একজন সাধক বা সৃজনশীল মানুষের পক্ষে নিজেই বিপণনকারী হওয়া সম্ভব না। অন্যদিকে দর্শক-শ্রোতা যদি নিজ দায়িত্বে মানসম্মত কনটেন্ট খুঁজে না নেন, তাহলে এমন একটা সময় আসবে যে গভীর-রুচিশীল কনটেন্ট আর খুঁজেও পাওয়া যাবে না। তাই বলেছি, যারা নিজ দায়িত্বে মন দিয়ে আমাদের গান শুনবে, তাঁদের জন্যই আমরা গান করি, যাঁরা শুনবেন না, তাঁরা আমাদের শ্রোতা নন বলেই ধরে নেব।’
এদিকে মুক্তির অপেক্ষায় আছে মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় দ্বিতীয় সিনেমা ‘বনলতা সেন’। সরকারি অনুদানের সিনেমাটি নির্মাণ করা হয়েছে জীবনানন্দ দাশের বনলতা সেন চরিত্রটি উপজীব্য করে। এতে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, সোহেল মণ্ডল, খায়রুল বাসার প্রমুখ। উজ্জ্বল এর আগে বানিয়েছিলেন ‘উনপঞ্চাশ বাতাস’ ছবিটি, ২০২০ সালের অক্টোবরে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।